Posted on 5th Feb 2023 11:16:46 PM Grammar
পর্তুগিজ ভাষায় রচিত মানোএল দা আস্সুম্পসাঁউ (Manuel da Assumpção) একখানি বাংলা ব্যাকরণ এবং একখানা বাংলা শব্দকোষ (ডিকশনারী) রচনা করেন যাহা ১৭৪৩ খ্রি. অস্ট্রেলিয়ার লিবসন থেকে প্রকাশিত হয়। এটি প্রাচীনতম বাংলা ব্যাকরণ।
লেখকের নাম | প্রকাশ কাল (খ্রি.) | ব্যাকরণের নাম | ব্যাখ্যা |
ন্যাথালিয়ান ব্রাসি হ্যালহেড | ১৭৭৮ | A Grammar of the Bengali Language | ইংরেজিতে মুদ্রিত বাংলা ব্যাকরণ |
উইলিয়াম কেরি | ১৮০১ | A Grammer of tha Bengali Language | ইংরেজি ব্যাকরণ |
রাজা রামমোহন রায় | ১৮৩৩ | গৌড়িয় ব্যাকরণ | বাংলা ভাষায় রচিত সর্বপ্রথম বাংলা ব্যাকরণ |
শ্যামাচরন সরকার | ১৮৫২ | বাঙ্গালা ব্যাকরণ | ——— |
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর | ১৮৫৩ | ব্যাকরণ কৌমোদী | ——— |
ড. মুহম্মদ শহীদুল্লাহ | ——— | বাঙ্গালা ব্যাকরণ | ——— |
ডক্টর মুহম্মদ এনামুল হক | ——— | ব্যাকরণ মঞ্জুরী | ——— |
ড. সুনীত কুমার চট্টোপাধ্যায় | ——— | ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ | ——— |
ড. কাজী দীন মোহাম্মদ ও সুকুমার সেন | ——— | অভিনব ব্যাকরণ | ——— |
History, Bengali, Grammar, বাংলা, ব্যাকরণের, ইতিহাস, বাংলা, শব্দকোষ, ডিকশনারী, লিবসন, ন্যাথালিয়ান, ব্রাসি, হ্যালহেড, উইলিয়াম, কেরি, রাজা
Share on Facebook