Posted on 4th Feb 2022 01:30:57 AM Essay, Composition
Introduction : Jute is called golden fibre of Bangladesh. Jute grows mainly in Bangladesh.
How grown : jute grows well in hot and wet climate. Farmers plough the land in March and April. Then seeds are sown. After four months' farmers cut down the plants and put under water in bundle. After some days' they get rotten. Then they are washed and dried in the sun.
Usefulness : Jute is a very useful things. Gunny bags, ropes paper etc. made from it.
Conclusion : Jute is a cash-crop of our country. But the farmers do not get the fair price of jute. The Govt. should take steps to ensure it.
পাট রচনা
সূচনা : পাটকে বাংলাদেশের সােনালী আঁশ বলা হয়। পাট সাধারণত বাংলাদেশে জন্মে।
কিভাবে জন্মানাে হয় : পাট ভেজা নিচু পানিতে ভালাে জন্মে। মার্চ ও এপ্রিল মাসে কৃষকেরা ভালােভাবে জমি চাষ করে। তারপর বীজ বপন করা হয়। তিন মাস পর কৃষকেরা পাট কেটে পানির নিচে রেখে দেয় পঁচানাের জন্য। কিছুদিন পর এইগুলাে পচে। তখন ধুয়ে রােদে শুকানাে হয় ।
উপকারিতা : পাট খুব উপকারী ফসল। চটের বস্তা, দড়ি, কাগজ ইত্যাদি পাট থেকে তৈরি করা হয়।
উপসংহার : পাট আমাদের দেশের অর্থকরী ফসল। কিন্তু কৃষকেরা পাটের ন্যায্য মূল্য পায় না। সরকারের উচিত এটা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া।
Jute, Golden, Fibre, Bangladesh, Falgoon, Chaitra, Ropes, Gunny, Bags, Carpets, Clothes, Paper, Made, Class, Three, Essays, Writing
Share on Facebook