Mountain Pass | গিরিপথ সমভূমি মালভূমি | সাধারণ জ্ঞান - বাংলা

Posted on 12th Aug 2022 12:30:04 AM General Knowledge


গিরিপথ (Mountain Pass) : পার্বত্য অঞ্চলে পর্বতশ্রেণীর মধ্যবর্তী সংকীর্র্ণ ও অনুচ্চ পথকে গিরিপথ বলে। ১. খাইবার- পাকিস্তান ও আফগানিস্তান, ২. বোলার- পাকিস্তান, ৩. আলপিনা- কলোরাডো ও যুক্তরাষ্ট্র, ৪. শিপকা-বুুলগেরিয়া, ৫. সেন্টবার্নাড- সুইচ আল্পস, ৬.  সেন্ট গথার্ড- সুইচ  আল্পস।

সমভূমি (Plain) : সমুদ্রপৃষ্ঠ হইতে মৃদু উচু ঢালবিশিষ্ট বিস্তৃত ভূূমিকে সমভূমি বলে। পৃথিবীর বৃহত্তর সমভূমি হলো মধ্যে ইউরোপের সমভূমি এবং কানাডার প্রেইরী অঞ্চল।

মালভূমি (Plateau) : পর্বত থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। যেমন- পামির মালভূমি। এটিকে পৃথীবির ছাদ বলা হয়।



Recent Post

Categories