Our School Essay in English & Bengali for Class 3

Posted on 5th Feb 2022 12:49:38 AM Essay, Composition


Introduction : The name of our school in Government Laboratory School. It is in Dhaka district. It is an ideal school.

Description : Our school is a brick-built building. It faces south. We have a playground. We play there. There are twenty rooms in it. We have Headmaster's room and teacher's room.

Student and teachers : There are five hundred students in our school. We have ten Watchers. Our Headmaster is an MA. All the teachers teach us well. We also obey and respect them.

Time : Our school sits at 8 o'clock and breaks up at 11.30 in the morning.

Conclusion : We love our school very much. The results of our school are good. We are proud of it.

আমাদের বিদ্যালয় রচনা

সূচনা : আমাদের বিদ্যায়ের নাম গর্ভমেন্ট ল্যাবরেটরী স্কুল। ইহা ঢাকা জেলায় অবস্থিত। এটা একটা আদর্শ বিদ্যালয় ।

বর্ণনা : আমাদের বিদ্যালয়টি একটি পাকা ভবন। এটা দক্ষিণমুখী। আমাদের একটি খেলার মাঠ আছে। আমরা সেখানে খেলি। এর ২০টি কক্ষ আছে। আমাদের প্রধান শিক্ষকের কক্ষ এবং শিক্ষকদের কক্ষ আছে।

ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী : আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫০০ শত। আমাদের দশজন শিক্ষক আছেন। আমাদের প্রধান শিক্ষক একজন এম.এ। সকল শিক্ষকেরা আমাদের ভালােভাবে শিক্ষা দেন। আমরাও তাদের মান্য ও সম্মান করি।

সময় : আমাদের বিদ্যালয় সকাল ৮টায় শুরু হয় এবং ১১.৩০ মিনিটে এ সমাপ্ত হয়।

উপসংহার : আমাদের বিদ্যালয়কে আমরা খুব ভালােবাসি। আমাদের বিদ্যালয়ের ফলাফল ভালাে। আমাদের বিদ্যালয়কে নিয়ে আমরা গর্ব করি।