Posted on 5th Feb 2022 12:49:38 AM Essay, Composition
Introduction : The name of our school in Government Laboratory School. It is in Dhaka district. It is an ideal school.
Description : Our school is a brick-built building. It faces south. We have a playground. We play there. There are twenty rooms in it. We have Headmaster's room and teacher's room.
Student and teachers : There are five hundred students in our school. We have ten Watchers. Our Headmaster is an MA. All the teachers teach us well. We also obey and respect them.
Time : Our school sits at 8 o'clock and breaks up at 11.30 in the morning.
Conclusion : We love our school very much. The results of our school are good. We are proud of it.
আমাদের বিদ্যালয় রচনা
সূচনা : আমাদের বিদ্যায়ের নাম গর্ভমেন্ট ল্যাবরেটরী স্কুল। ইহা ঢাকা জেলায় অবস্থিত। এটা একটা আদর্শ বিদ্যালয় ।
বর্ণনা : আমাদের বিদ্যালয়টি একটি পাকা ভবন। এটা দক্ষিণমুখী। আমাদের একটি খেলার মাঠ আছে। আমরা সেখানে খেলি। এর ২০টি কক্ষ আছে। আমাদের প্রধান শিক্ষকের কক্ষ এবং শিক্ষকদের কক্ষ আছে।
ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী : আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫০০ শত। আমাদের দশজন শিক্ষক আছেন। আমাদের প্রধান শিক্ষক একজন এম.এ। সকল শিক্ষকেরা আমাদের ভালােভাবে শিক্ষা দেন। আমরাও তাদের মান্য ও সম্মান করি।
সময় : আমাদের বিদ্যালয় সকাল ৮টায় শুরু হয় এবং ১১.৩০ মিনিটে এ সমাপ্ত হয়।
উপসংহার : আমাদের বিদ্যালয়কে আমরা খুব ভালােবাসি। আমাদের বিদ্যালয়ের ফলাফল ভালাে। আমাদের বিদ্যালয়কে নিয়ে আমরা গর্ব করি।
Our, School, Government, Laboratory, School, Dhaka, Building, Playground, Respect, Headmasters, Teachers, Room, Proud, Love, Morning, Class, Three, Essays, Writing
Share on Facebook