The Horse Essay in English & Bengali for Class 3

Posted on 4th Feb 2022 11:55:44 PM Essay, Composition


Introduction : The Horse is very beautiful to look at. It is racing animals.

Description : The horse has four lags. Its body is covered with short hair. It has a long face. It has no horns, two large eyes. Its ears are very long. It has a tail.

Where found : The horse is found all over the world. Horse of Arabia and Australia are most famous.

Kinds : There are many kinds of horses. They are different in size and colour.

Food : The horse lives on grass, hay gram, bran and vegetables.

Usefulness : Thy horse is very Faithful animal. It is very useful to us. It draws carriages. Long ago, it was used in war. It is also used in hunting.

Conclusion : The horse is a noble animal. The horse does many goods to us. So, we should be very kind to it.

ঘােড়া রচনা

সূচনা : ঘােড়া দেখতে খুব সুন্দর। এটি একটি দৌড়ের প্রাণী।

বর্ণনা : ঘােড়ার চারটি পা আছে। ঘােড়ার শরীর ছােট ছােট লােমে ঢাকা। এর একটি লম্বা মুখ আছে। এর কোন শিং নেই। এর বড় বড় দুটি চোখ আছে। এর কান দুটি খুব লম্বা। এর একটি লেজ আছে।

কোথায় পাওয়া যায় : ঘােড়া প্রায় পৃথিবীর সব দেশে পাওয়া যায়। তবে আরব দেশ ও অষ্ট্রেলিয়ার ঘােড়া খুবই প্রসিদ্ধ ।

প্রকারভেদ : অনেক ধরনের ঘােড়া আছে। এরা আকার ও রঙে পৃথক।

খাদ্য : ঘােড়া তৃণ, খড়, ভূষি, শাকসবজি প্রভৃতি খেয়ে জীবন ধারন করে।

উপকারিতা : ঘােড়া খুবই বিশ্বস্ত প্রাণী । এটি আমাদের উপকারী প্রাণী। এটি গাড়ি টানে। পূর্বে যুদ্ধের কাজে ঘােড়া ব্যবহৃত হত। এটি শিকারের কাজে ব্যবহৃত হয়।

উপসংহার : ঘােড়া একটি আর্দশ প্রাণী । ঘােড়া আমাদের অনেক ভালাে কাজ করে। সুতরাং তাদের প্রতি দয়ালু হওয়া আমাদের একান্ত উচিত।