Posted on 13th Aug 2022 12:41:43 AM General Knowledge
ব্রিটেনের বণিক সম্প্রদায় আমেরিকার ১৩টি অঙ্গরাজ্যে উপনিবেশ বা কলোনী গড়ে তুলেছিল। আমেরিকার জাতির পিতা জর্জ ওয়াশিংটন George Washington (১৭৭৬-১৭৮৩ খ্রি.) যিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধের সর্বাধিক নায়ক এবং প্রধান সেনাপতি। জর্জ ওয়াশিংটন ১৭৭৬ খ্রি. ৪ জুলাই আমেরিকার স্বাধীনতার ঘোষণা করেন। এই কারণে আমেরিকার স্বাাধীনতা দিবস প্রতিবছর ৪ জুলাই পালিত হয়। আমেরিকর স্বাাধীনতা যুদ্ধে বৃটেনের সময় নায়ক ছিলেন স্যার উইলিয়াম হোগে Sir William Hughes ও লর্ড কর্নওয়ালিস Lord Cornwallis। ১৭৮৩ খ্রি. ৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত ফ্রান্সের প্যারিস Paris চুক্তির মাধ্যমে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান হয়। এই যুদ্ধে আমেরিকাকে প্রত্যক্ষভাবে সাহায্য করে ইউরোপের একমাত্র দেশ ফ্রান্স France।
প্রথম প্রেসিডেন্ট জর্র্জ ওয়াশিংটন (১৭৭৯-১৭৯৭ খ্রি.)। তিনি হোয়াইট হাউজে বসবাস করেন নাই কারণ তার আমলে ১৭৯২ খ্রি. হোয়াইট হাউজ White House নির্মাণ শুরু হয় এবং ১৮০০ খ্রি. নির্মাণ শেষ হয়। স্থপতি ছিলেন জেম্স হোবান James Hoban। আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজ। প্রেসিডেন্টের কার্যালয় এর নাম ওভাল অফিস Oval Office। হোয়াইট হাউজে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট জন অ্যাডামস John Adams।
৫০টি অঙ্গরাজ্য এবং একটি ফেডারেল (District of Colombia) নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র্র গঠিত। আয়তন ৩৭,৯৪,১০১ বর্গকিলোমিটার এবং আয়তনে ও জনসংখ্যায় বর্তমানে পৃথিবীর ৩য় বৃহত্তম দেশ। প্রাচীনতম ও মাত্র ১২ পৃষ্ঠার ক্ষুদ্র সংবিধান ১৭৮৭ খ্রি. রচনা করেন জেমস ম্যাডিসন James Madison। লিবার্টি দ্বীপে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ স্ট্যাচু অব লিবার্টি Stachu of Liberti (৩০৫ ফুট উঁচু পৃথিবীর বৃহত্তম ও উঁচু মূর্তি) যাহা উপহার হিসেবে ফ্রান্স আমেরিকাকে দেয় ১৮৮৬ খ্রি.। লিবার্টির স্থপতি ছিলেন ফ্রেদেরিক আগুস্টে বার্র্থোল্ডি Frédéric Auguste Bartholdi। আমেরিকার আদিবাসীদের বলা হয় রেড ইন্ডিয়ান Red Indian। আমেরিকা ১৮৩০ খ্রি. ফ্রান্সে নিকট থেকে লুইজিয়ানা Louisiana এবং ১৮৬৭ খ্রি. রাশিয়ার Russia নিকট থেকে আলাস্কা Alaska অঙ্গরাজ্য ক্রয় করে। ১৯৫৯ খ্রি. ২১ আগস্ট হাওয়াই সর্বশেষ স্টেট হিসেবে যুক্তরাষ্ট্র ইউনিয়নে যোগ দেয়। আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য আলাস্কা এবং ক্ষুদ্র্রতম অঙ্গরাজ্য রোডস দ্বীপপুঞ্জ। জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্র্নিয়া California (এখানে বড় ধরনের ভূমিকম্প হয় এবং এ অঞ্চলকে সিলিকন ভ্যালি Silicon Valley বলে) এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য উওমিং। আমেরিকার রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টকে বলা হয় রানিংমেট এবং পররাষ্ট্র মন্ত্রীকে বলে সেক্রেটারী অব স্টেট Secretary of State। আইন সভার নাম কংগ্রেস Congress। এটি দুই কক্ষবিশিষ্ট- ১. উচ্চ কক্ষ সিনেট Senate এবং ২. নিম্ন কক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস House of Representatives। প্রত্যেক অঙ্গরাজ্য থেকে ২জন করে ৫০টি অঙ্গরাজ্য থেকে ১০০জন সিনেট Senate সদস্য নির্বাচিত হন। হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ৫০টি অঙ্গরাজ্য থেকে মোট ৪৩৫জন সদস্য এবং কলম্বিয়া Colombia জেলা থেকে ৩জন সদস্য (৪৩৫+৩) = ৪৩৮জন সদস্য নির্বাচিত হয়। প্রধান রাজনৈতিক দল দুইটি- ১. ডেমোক্র্যাটিক পার্র্টি Democratic Party (প্রতীক বা মার্কা গাধা) এবং ২. রিপাবলিকান পার্টি Republican Party (প্রতীক হাতি)। জাতীয় খেলা বেসবল Baseball।
প্রেসিডেন্ট নির্বাচন : মোট ইলেক্ট্ররাল ভোট Electoral Vote (৪৩৮+১০০) ৫৩৮টি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্ট্ররাল ভোট। প্রতি ৪ বছর অন্তর নভেম্বর মাসের (২-৮) তারিখের মধ্যবর্তী মঙ্গলবার দিন প্রেসিডেন্ট নির্বাচন অনুুুষ্ঠিত হয় এবং প্রেসিডেন্টের মেয়াদ ৪ বছর। ১৯৫১ খ্রি. সংবিধানের ২২তম সংশোধনীতে বলা হয় কোন একক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতেই পারবে না। এ পর্র্যন্ত সংবিধানে মোট সংশোধন হয়েছে ২৭ বার। নাগরিক অধিকার সম্পর্কিত প্রথম ১০ বারের সংশোধনীকে বলা হয় Bill of Right।
এ পর্যন্ত ৪জন মার্কিন প্রেসিডেন্ট আততায়ীর গুলিতে নিহত হন। সর্বপ্রথম আব্রাহাম লিংকন Abraham Lincoln (১৮০৯ খ্রি.), দ্বিতীয় জেমস এ. গারফিল্ড James A. Garfield (১৮৩১ খ্রি.), তৃতীয় উইলিয়াম ম্যাকিনলি William Mckinley (১৮৪৩ খ্রি.) এবং চতুর্থ জন এফ কেনেডি John F. Kennedy (১৯১৭ খ্রি.)।
আমেরিকার গৃৃহযুদ্ধের সময় ১৬তম প্রেসিডেন্ট হিসেবে (১৮৬১-১৮৬৫ খ্রি.) আব্র্রাহাম লিংকন Abraham Lincoln নির্র্বাচিত হন। তার অসাধারণ কৃতিত্বের জন্য আমেরিকার ভাঙন ঠেকানো সম্ভব হয়। ১৮৬৩ খ্রি. তিনি ক্রীতদাস প্রথা বিলুুপ্ত ঘোষণা করেন এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দাস প্রথার অবসান ঘটান। ১৮৬৩ খ্রি. ২২ নভেম্বর পেন্সিলভেনিয়ার গেটিসবার্গ নামক স্থানে ২ মিনিট স্থায়ী যে ভাষণ দেন তাহা Gettysburg Address নামে বিখ্যাত। এই ভাষণে তিনি বলেন- Government of the people, by the people, for the people ! ১৮৬৫ খ্রি. ১৫ এপ্রিল জন উইলকিস বুুথের গুলিতে নিহত হন।
৩২তম মার্র্কিন প্রেসিডেন্ট ফ্রাল্কলিন রুজভেল্টই Franklin D. Roosevelt (১৯৩৩-১৯৪৪ খ্রি.) একটানা ১২ বছর ক্ষমতায় অধিষ্টিত ছিলেন। ১৯২৮-১৯৪০ খ্রি. পর্যন্ত আমেরিকার অর্থনীতিতে মন্দা দেখা দেয় এবং এই মন্দা মোকাবেলার জন্য তিনি নিউডিল ব্যবস্থা প্রবর্তন করেন। জাতিসংঘ গঠনের প্রস্তাবক ও উদ্যোগী ফ্রাল্কলিন রুজভেল্ট।
৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারিএস ট্রুম্যান Harry S. Truman ২য় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ খ্রি. হিরোসিমা ও নাগাসাকি শহরে আণবিক বোমা ফেলার নির্দেশ দেন। ১৯৪৭ খ্রি. কমিউনিজম প্রতিরোধের জন্য কংগ্রেসে একটি নীতি প্রকাশ করেন যাহা ট্রুম্যান নামে পরিচিত।
৩৫তম এবং কনিষ্ঠতম মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি John F. Kennedy (১৯৬১-১৯৬৩ খ্রি.) যিনি একমাত্র পুলিৎযার বিজয়ী প্রেসিডেন্ট। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট তার সময়ের উল্লেখ্যযোগ্য ঘটনা। ১৯৬৩ খ্রি. ২২ নভেম্বর গুপ্তঘাতকের গুলিতে নিহত হন।
যুক্তরাষ্ট্র্রের নিগ্রোদের অধিকার আদায় আন্দোলনের নেতা ড. মার্কিন লুথার কিং ১৯৬৩ খ্রি. ওয়াশিংটনের লংমার্চের নেতৃত্ব দেন এবং I have a dream শীর্র্র্র্ষক বিখ্যাত ভাষণ দেন। ১৯৬৪ খ্রি. শান্তিতে নোবেল প্রাইজ পান এবং ১৯৬৮ খ্রি. ৪ এপ্রিল আততায়ীর গুলিতে নিহত হন।
৩৭তম মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের Richard Nixon আমলে ১৯৭৩ খ্রি. প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে। ১৯৭২ খ্রি. ওয়াটারগেট কেলেঙ্কারী ফাস হলে ১৯৭৪ খ্রি. পদত্যাগ করতে বাধ্য হন। ওয়াটারগেট ওয়াশিংটন ডিসির একটি বাণিজ্যিক ভবনের নাম। ওয়াটারগেট কেলেঙ্কারী মামলার সরকারী কৌশুুলী ছিলেন জন ডোয়েব।
৪০তম মার্কিন প্রেসিডেন্ট রোনাল রিগান Ronald Reagan (১৯৮১-৮৯ খ্রি.) প্রথম জীবনে একজন চলচিত্র ও টিভি অভিনেতা ছিলেন। তার আমলে নক্ষত্র যুদ্ধ (Star War) প্রোগাম চালুু হয়। তিনি ১৯৮৩ খ্রি. গ্রানাডায় সামরিক আগ্রাসনের নির্দেশ দেন।
৪৩তম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ George W. Bush (২০০১-২০০৯ খ্রি.) এর সময় ১১/০৯/২০০১ তারিখ মঙ্গবার আলকায়দা সংগঠনের হামলায় নিউইয়র্কের টুয়িন টাওয়ার (বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা World Trade Centre) ধ্বংস হয়। ধ্বংস গুপ্ত অঞ্চলটির বর্তমান নাম গ্রাউন্ড জিরো। এই স্থানে নির্মিত ৫৪১ মিটার উঁচু টাওয়ারের নাম World Trade Centre-I। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসাবে ২০০১ খ্রি. ৮ অক্টোবর রবিবার অপারেশন এনডুরিং ফ্রিডম নামে আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা প্রতিরোধের জন্য Department of Home Land Security প্রতিষ্ঠা করা হয় ২০০২ খ্রি.। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ২০০৩ খ্রি. ২০ মার্চ অপারেশন ইরাকি ফ্রিডম নামে ইরাক আক্রমণ এবং সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে জর্জ ওয়াকার বুশ প্রশাসন। ইরাকের আবুগারিব কারাগারে ইরাকি বন্দিদের উপর অমানুষিক নির্যাতন চালাত মার্কিন সৈন্যরা।
কেনিয়ার বংশোদ্ভুত এবং প্রথম কৃষ্ণাঙ্গ ও ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা Barack Hossain Obama ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে ৩৬৫টি ইলেক্ট্ররাল ভোট পেয়ে ২০০৮ খ্রি. নভেম্বর মাসে নির্বাচিত হন এবং ২০০৯ খ্রি. ২০ জানুয়ারী দায়িত্বভার গ্রহণ করে ২০০৯ খ্রি. ২২ জানুয়ারী কিউবার মার্র্র্কিন সামরিক বন্দিশালা গুয়ান্তোনামোবে বন্ধ ঘোষণা করেন। তিনি ইলিয়ন রাজ্যের সিনেটর ছিলেন এবং ২০০৯ খ্রি. শান্তিতে নোবেল প্রাইজ লাভ করেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক হোসেন ওবামা ২য় মেয়াদের শপথ গ্রহণ করে ২১ জানুয়ারী ২০১৩ খ্রি.।
২০১৬ খ্রি. ০৭ নভেম্বরের নির্বাচনে ডোনাল ট্রাম্প Donald Trump ৪৫তম মার্র্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র (জো বাইডেন - Joe Biden) মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি। তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ২০২১ সালের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
ওয়াসিংটন ডিসিতে অবস্থান: পোটোমাগ নদীর তীরে অবস্থিত আমেরিকার রাজধানী ওয়াসিংটন ডিসি। বিশ্বের বৃৃহত্তম লাইব্রেরী, লাইব্রেরী অব কংগ্রেস ১৮০০ খ্রি. প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF), বিশ্ব ব্যাংক (World Bank), বিশ্ব পরিবেশবাদী সংস্থা (World Watch Institute), মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (NASA) প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ খ্রি.।
হার্ডসন নদীর তীরে অবস্থিত জাতিসংঘের সদরদপ্তর নিউইর্য়ক New York। আয়তনে বিশ্বের বৃহত্তম নগরী এই নিউইর্য়ক। নিউইয়র্র্কে অবস্থিত জাতিসংঘ শিশু তহবিল (UNICEF), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)। বিখ্যাত সড়ক ব্রডওয়ে।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যারলিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্র্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন। বিশ্বের বৃহত্তম অফিস ভবন এই পেন্টাগন। ওয়েস্ট পয়েন্ট সামরিক একাডেমী। CIA এর সদর দপ্তর ভার্জিনিয়া। আমেরিকার প্রথম মহিলা মন্ত্রী ফ্রান্সিস পারকিন্স (১৯৩৩ খ্রি.)। যুক্তরাষ্ট্র্রের সর্র্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম।
United, States, America, USA, George, Washington, William, Hughes, Lord, Cornwallis, Colombia, Louisiana, California, Silicon, Valley, Congress, Baseball, Electoral, Vote, Abraham, Lincoln, William, Mckinley, Kennedy, Abraham, Lincoln, Richard, Nixon, World, Trade, Centre, New, York, UNFPA, UNDP, UNICEF, NASA, General, Knowledge, Bangla
Share on Facebook