Posted on 25th Apr 2020 06:29:12 PM Framing WH Questions
Who দ্বারা ‘কে’ নির্দেশ করা হয়। who singular ও plural উভয় ক্ষেত্রেই বসে। who subject হিসেবে ব্যবহৃত হয়। who যখন subject হিসেবে বসে তখন প্রদত্ত sentence এর verb এর কোন পরিবর্তন হয় না। অর্থাৎ auxiliary verb হিসেবে কোন verb আগে আসে না।
Who দ্বারা প্রশ্ন করার সময় মনে রাখতে হবে, who দ্বারা প্রশ্ন করলে প্রদত্ত sentence এর subject বাদ যায়। subject এর পর থেকে অর্থাৎ verb থেকে সব বসে। সাধারণত pronoun (যেমন-he, she, you, I, we, it) subject হিসেবে থাকলে সে বাক্যকে who দ্বারা প্রশ্ন করা ঠিক নয়। noun subject বিশিষ্ট sentence কে who দ্বারা প্রশ্ন করা শ্রেয়। নিচে who দ্বারা প্রশ্ন তৈরির নমুনা দেখানো হলো:
Rahul is playing well.
WH question: Who is playing well?
[ এখানে, প্রদত্ত বাক্যের subject (Rahul) কে জানার জন্য who দ্বারা প্রশ্ন করা হয়েছে। এক্ষেত্রে, প্রদত্ত বাক্যের subject (Rahul) উত্তর হিসেবে বাদ গেছে। প্রদত্ত বাক্যের Verb (is) থেকে সব বসেছে।]
Saurov can lift this box.
WH question: Who can lift this box?
[এখানে, subject (Saurov) আছে। who দ্বারা প্রশ্ন করায় subject (Saurov) বাদ গেছে এবং প্রদত্ত sentence এর Verb (can) থেকে সব বসেছে]
তদ্রূপ,
Shakespeare wrote Hamlet.
WH question: Who wrote Hamlet?
The criminals have been arrested.
WH question: Who have been arrested?
আবার,
প্রদত্ত sentence G none, nobody, everybody, everyone ইত্যাদি subject হিসেবে থাকলে উক্ত বাক্যকে who দ্বারা প্রশ্ন করা যায়। এক্ষেত্রে কেবল উত্তর হিসেবে প্রদত্ত বাক্যের subject (no body, none ইত্যাদি) যেটি থাকবে সেটি বাদ যাবে এবং প্রদত্ত বাক্যের verb থেকে সব বসবে।
যেমন-
Nobody believes a liar.
WH question: Who believes a liar?
[ এখানে, প্রদত্ত বাক্যের subject (nobody) বাদ গেছে এবং তারপর থেকে সব বসেছে। ]
আবার,
Everybody appeared in right time.
WH question: Who appeared in right time?