Posted on 22nd Dec 2021 10:13:10 PM Essay, Composition
Introduction: Student life is the most important part of our life. It is called the seed time of life.
Primary duty: The primary duty of a student is to acquire knowledge. For this, he should study hard. He should go to school regularly and listen to his parents and teachers. He should also read good books, newspapers and magazines.
Other duties: A student should take part in games and sports. He should also take regular physical exercise.
Conclusion: Student life means a life full of duties and responsibilities.
(ছাত্রজীবন রচনা)
সূচনা: আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছাত্রজীবন। একে বলা হয় জীবনের বীজ বপনের সময়।
প্রধান কর্তব্য: একজন ছাত্রের প্রধান কর্তব্য হচ্ছে জ্ঞানার্জন করা। সেজন্য তার প্রচুর পড়াশুনা করা উচিত। তার পিতামাতা ও শিক্ষকদের কথা শুনা ও নিয়মিত স্কুলে যাওয়া উচিত। তার ভাল বইপুস্তক, পত্রপত্রিকা এবং ম্যাগাজিন পড়াও উচিত।
অন্যান্য কর্তব্য: একজন ছাত্রের খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। তার নিয়মিত শারীরিক ব্যায়ামও করা উচিত।
উপসংহার: ছাত্রজীবন বলতে এমন জীবন বুঝায়, যে জীবন দায়িত্ব ও কর্তব্যে পরিপূর্ণ।