Bengali Meaning of the WH words

Posted on 19th Apr 2020 11:07:19 PM Framing WH Questions


WH word বলতে ঐসব interrogative adverb, interrogative adjective এবং interrogative pronoun কে বুঝায় যাদের সাথে W ও H letter দুটি থাকে। এদের মোট সংখ্যা ৯টি। যেমন- why, how, what, which, who, whose, When, Where ও whom। উক্ত WH word গুলো দ্বারা প্রশ্ন কোন নতুন তথ্য জানতে চাওয়া হয়। WH words গুলোর বাংলা অর্থ হচ্ছে-

Where: কোথায়, কোন স্থানে, কোন জায়গায় ইত্যাদি
Why: কেন, কিসের জন্য, কি কারণে
When: কখন, কোন সময়, কোন সময়ে কিভাবে
How: কি উপায়ে, কত পরিমাণ, কতটা
What: কি
Which: কোনটি কে
Who: কারা, কোন লোকেরা
Whom: কাকে
Whose: কার

এখন নিচের বাক্যটির দিকে লক্ষ্য করা যেতে পারে:

Taking his father’s mobile set, Sarif on foot to see his ailing friend in the Sadar Hospital in the evening.

পিতার মোবাইল সেটটি নিয়ে শরীফ পায়ে হেঁটে সন্ধ্যায় সদর হাসপাতালে রওয়ানা হলো তার অসুস্থ বন্ধুকে দেখবার জন্য।

উপরের বাক্যটিতে বেশকিছু তথ্য আছে। এখন উক্ত তথ্যগুলো জানতে আমরা প্রশ্ন করতে পারি-

কে রওনা হলো? Who started?
শরীফ কখন রওনা হলো? When did Sarif start?
শরীফ কিভাবে রওয়ানা হলো? How did Sarif start?
কেন রওয়ানা হলো? Why start?
কার মোবাইল সেট নিল? Whose mobile set?
কোন হাসপাতালে রওয়ানা হলো? Which hospital?
কোথায় রওয়ানা হলো? Where?
কি নিয়া রওয়ানা হলো? What did Sarif take?
কাকে দেখতে রওয়ানা হলো? Whom to see?

উপরিউক্ত প্রশ্নোত্তর থেকে জানা যাচ্ছে WH word গুলো ভিন্ন ভিন্ন প্রশ্নের উত্তর জানতে ব্যবহৃত হচ্ছে। প্রত্যেকটি WH word যুক্ত প্রশ্নে একটি সুনির্দিষ্টি উত্তর পাওয়া যাচ্ছে। এটি থেকে আরও প্রতীয়মান হচ্ছে যে, একটি বাক্যকে ভিন্ন ভিন্ন WH word দ্বারা প্রশ্ন করা যায়। এখন WH questions তৈরি (Frame) করার নিয়ম নিচে আলোচনা করা হলো:

প্রদত্ত sentence টিকে কোন WH word দ্বারা প্রশ্ন করলে একটি সুনির্দিষ্ট উত্তর পাওয়া যাবে, সে দিকে লক্ষ্য করতে হবে।

সেই WH word টি দ্বারা প্রশ্ন করতে হবে।

প্রশ্ন করার সময় প্রদত্ত বাক্যের উত্তর অংশটি বাদ যাবে। যেমন- He is well now.

এখানে, যদি প্রশ্ন করি, সে কেমন আছে? উত্তরে পাওয়া যাবে ভালো (well)। তাই উক্ত বাক্যটিতে WH word ‘How’ দ্বারা প্রশ্ন করলে উত্তর (well) বাদ যাবে।
অর্থাৎ প্রশ্ন হবে- How is he?

WH questions করার সময় person এর পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখতে হবে, WH questions তৈরির সময় 2nd person (you) এবং 3rd person (he, she, it, Rahim, they, students ইত্যাদি) এর কোন পরিবর্তন হয় না। কেবল 1st person (I, we) এর পরিবর্তন করতে হয়। যেমন-
I/we (subject হিসেবে) পরিবর্তিত হয়ে you বসে।
Me/us (object হিসেবে) পরিবর্তিত হয়ে you বসে।
My/our (Possessive হিসেবে) পরিবর্তিত হয়ে you বসে।

যেমন- I took Rana’s pen

WH question: Whose pen did you take?

এখানে, I পরিবর্তিত হয়ে You হয়েছে। আসলে, 1st person দ্বারা নিজের কথা বলা যায়। কিন্তু, অপরে যখন নিজের কথা (1st person এর কথা) জানতে চায়, তখন তাকে ‘আপনি’ বা ‘আপনার’ বলে সম্বোধন করতে হয়। তাই 1st person পরিবর্তিত হয়ে 2nd person হয়।

একটি sentence কে বেশ কয়েকটি WH word দ্বারা প্রশ্ন করা যেতে পারে। যেমন- Rana eats rice in the morning.
এই বাক্যকে who, what ও when দ্বারা প্রশ্ন করা যায়। যেমন-
Who eats rice in the morning?
What does Rana eat in the morning?
When does Rana eat rice?

নিচে পৃথকভাবে WH word দ্বারা প্রশ্ন করার সহজ নিয়মকানুন ব্যাখ্যা ও উদাহরণসহ দেয়া হলো: