Posted on 5th Mar 2022 07:51:36 PM Composition
Healthy Food (স্বাস্থ্যকর খাদ্য): The food which is good for health is called healthy food. We should eat healthy food. It gives us energy and keeps us free from diseases. Healthy foods are fruits, like pineapples and papayas. Vegetables, like carrots. lettuce and tomatoes are also healthy.
যে খাদ্য স্বাস্থ্যের জন্য ভালাে তাকেই স্বাস্থ্যকর খাদ্য বলে। আমাদের স্বাস্থ্যকর খাদ্য খাওয়া উচিত। এটি আমাদের দেহে শক্তি প্রদান করে এবং রােগমুক্ত রাখে। আনারস, পেঁপে ইত্যাদি ফলমূল হলো স্বাস্থ্যকর খাদ্য। গাজর, লেটুস, টমেটো ইত্যাদি শাকসব্জিও স্বাস্থ্যকর।