Write a short composition about The Crow

Posted on 3rd Mar 2022 10:31:42 PM Composition


The Crow (কাক): The crow is an ugly bird. Its voice is harsh. Its body is covered with black feathers. It is found everywhere of the country. It builds it nest on tall trees. It is a thief by nature. It takes away food from the children. By eating rotten things, flesh etc. the crow helps to keep the streets and our environment clean. 

কাক একটি কুৎসিত পাখি। এর স্বর কর্কশ। কালাে পালক দ্বারা এর শরীর আবৃত। এটি দেশের সর্বত্র দেখা যায়। এটি উঁচু গাছের ডালে বাসা তৈরি করে। এটি চোর স্বভাবের। এরা বাচ্চাদের কাছ থেকে খাবার কেড়ে নেয়। পচা জিনিস, মাংস ইত্যাদি খায়। কাক আমাদের রাস্তা ও পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে।