Posted on 20th Dec 2021 10:21:30 PM Essay, Composition
Introduction: The name of our school is Kurmitola Model Govt. Primary School. It is in the district of Dhaka.
Description: Our school stands in an open place. It faces the south. There are ten rooms in it. There are five hundred students and ten teachers in our school. The teachers are well educated. Our school sits at 8 AM and breaks up at 12 PM. There is a play ground in front of our school. We play in it. The result of our school is praiseworthy.
Conclusion: Ours is an ideal school. We are proud of reading in such a school.
(আমাদের বিদ্যালয় রচনা)
সূচনা: আমাদের বিদ্যালয়ের নাম কুর্মিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।
বর্ণনা: আমাদের বিদ্যালয়টি একটি খােলা জায়গায় অবস্থিত। এটি দক্ষিণমুখী। এতে দশটি কক্ষ আছে। আমাদের বিদ্যালয়ে পাঁচশত ছাত্র ও দশজন শিক্ষক আছেন। শিক্ষকগণ সুশিক্ষিত। আমাদের বিদ্যালয় সকাল ৮ টায় শুরু হয় এবং দুপুর ১২টায় ছুটি হয়। আমাদের বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে। আমরা এতে খেলি। আমাদের বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রশংসনীয়।
উপসংহার: আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়। এমন বিদ্যালয়ে অধ্যয়ন করে আমরা গর্বিত।
Share on Facebook