The Crow Essay in English & Bengali for Class 3

Posted on 4th Feb 2022 08:46:45 PM Essay, Composition


Introduction : The crow is an ugly bird. It is found here and there in Bangladesh. It is a very clever bird. It's called the common bird of Bangladesh.

Description : The crow is black in colour. It has two wings, two legs and two eyes. It has a long beak. It's nails are sharp. It eats rice, fruits and many other things. Rotten things are favorite to it. Sometimes, it steals things from the kitchen.

Conclusion : Though crow has nest habits. It takes away dirty things around us and thus does good to us.

কাক রচনা

সূচনা : কাক একটি কুৎসিত পাখি। বাংলাদেশের যেখানে সেখানে এদেরকে দেখা যায়। এটা খুব ধর্ত পাখি। এটাকে বাংলাদেশের চিরাচরিত পরিচিতি পাখি বলা যায়।

বর্ণনা : কাক কালাে রংয়ের। এর দু'টো পাখা, দু'টো চোখ আছে। এর একটা লম্বা ঠোট আছে। এর নখগুলাে ধারালাে । এরা ভাত, ফলমূল, অন্যান্য অনেক জিনিস খেয়ে থাকে। পচা জিনিস এদের প্রিয় । কখনাে কখনাে এরা রান্নাঘর থেকে জিনিসপত্র চুরি করে নেয় ।

উপসংহার : যদিও কাকের বাজে স্বভাব আছে। তথাপি এটি আমাদের চারপাশের নােংরা দূরে নিয়ে গিয়ে আমাদের অনেক উপকার করে থাকে।