Translate Bengali to English

Posted on 10th Aug 2021 01:21:43 PM Translation


জাপানিরা পরিশ্রমী। জাপান সম্পদের দিক থেকে ধনী নয়। শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী তার বড় সম্পদ। শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমে জাপান উন্নতি করেছে। জাপান আমাদের মত দেশের জন্য একটি দৃষ্টান্ত।

Answer: The Japanese are industrious. Japan is not rich in natural resources. Skilled and efficient manpower is her greatest wealth. Japan developed only through industry. Japan is an example for a country like ours.

বই পড়া একটি চমৎকার অভ্যাস। এর কোন বিকল্প নেই। জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। অনেকে বই পড়ে না। আজকাল ছাত্র-ছাত্রীরাও বইয়ের প্রতি আগ্রহ দেখায় না।

Answer: Reading book is an excellent habit. There is no alternative to it One has to read books to acquire knowledge. Many persons do not read books. Now a days students do not show interest in books either.

স্বাধীনতা কোন জাতির কাছে নেমে আসে না। একটা জাতিকে এটা অর্জন করতে হয়। স্বাধীনতা শুধু পতাকার পরিবর্তন নয়। অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। 

Answer: Freedom/ Independence do not descend upon a nation. It has to be achieved by a nation. Independence is not merely a change of flag. Political independence is meaningless if there is no economic independence, or, without economic independence, political independence meaningless.

সততা একটি মহৎ গুণ। এই গুণসম্পন্ন ব্যক্তি সৌভাগ্যবান। সবাই তাকে সম্মান করে, কেউ তাকে অপছন্দ করে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সৎ লোকের একান্ত প্রয়োজন।

Answer: Honesty is a noble virtue. A man endowed with this quality is fortunate. He is respected by all and disliked by none. In the present context of Bangladesh, honest people are needed very much.

পরিশ্রম না করিলে কেহ উন্নতি করিতে পারে না। অর্থই বল আর বিদ্যাই বল, উহা অর্জন করিতে হইলে কঠোর পরিশ্রম করিতে হইবে। যাহারা অলস তাহারা চিরকাল পশ্চাতে পড়িয়া থাকে। সমাজে যাহারা উচ্চস্থান লাভ করিয়াছে, তাহারা সকলেই পরিশ্রমী। মনে রাখিবে, পরিশ্রমই উন্নতির চাবিকাঠি।

Answer: No one can prosper without diligence. But it money or education, one must work hard to earn that. Those who are idle, lag behind forever. All who rose to eminence in society were industrious. Always remember that industry is the key to success.

ইংরেজী একটি আর্ন্তজাতিক ভাষা। সারা পৃথিবীতে শিক্ষিত সমাজে এই ভাষা অতি পরিচিত। ইংরেজী না জানা থাকলে আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তাল মিলাতে পারব না। ইংরেজীর মাধ্যমে আমরা আর্ন্তজাতিক সম্পর্ক ও ব্যবসায়-বাণিজ্য চালিয়ে থাকি।

Answer: English is an international language. It is well-known language in the educated all over the world. If we do not know English, we shall not be in a position to keep pace with the developed countries of the world. We conduct international relations, trade and commerce through English.

আষঢ় মাস। আকাশ মেঘে ঢাকা। গুুঁড়ি গুুঁড়ি বৃষ্টি পড়ছে। রাস্তাঘাট কাদায় পূর্ণ। পাল তুলে নৌকা চলছে।

Answer: It is the month of Ashar. The sky is covered with cloud. It is drizzling. The roads are full of mud. Boats are playing with sails unfurled.

কিছুদিন আগে আমি গ্রামের বাড়ীতে গিয়েছিলাম। তখন ছিল বর্ষাকাল। প্রবল বর্ষায় পথ-ঘাট প্রায় ডুবে গিয়েছিল। বাড়ীতে পৌঁছাতে খুব কষ্ট হয়েছিল। কিন্তু পৌঁছানোর পর সব কষ্ট ভুলে গিয়েছিল।

Answer: Few days ago I went to my village home. Then it was rainy season. Most of the roads were about to go under water because of heavy rainfall. After undergoing a lot of troubles I reached home. But having reach home, I forgot all the troubles which I had to bear on my way.

ঢাকা বাংলাদেশের রাজধানী শহর। এটা পৃথিবীর জনবহুল রাজধানী শহরগুলোর একটা। যানজট এখানকার নিয়মিত সমস্যা। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটা একটা স্বাভাবিক ব্যাপার। এমনকি বিশুদ্ধ পানির সমস্যাও একটা সাধারণ বিষয়।

Answer: Dhaka is the capital city of Bangladesh. It is one of the most populous capital cities of the world. Traffic jam is a regular problem here. Load-shedding is a common matter. Even the problem of pure drinking water is a common matter.

বোলপুর জায়গাটি পরিচিত রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জন্য। বোলপুর স্টেশন থেকে রিকশায় করে শান্তিনিকেতনে যাওয়া যায়। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন চারিদিকে সবুজের সমারোহ। এত শান্তি আর নিরিবিলি পরিবেশ- শান্তিনিকেতন যেন সত্যিই শান্তির জায়গা। সেখানে গেলে মনটা আপনিই আনন্দে শিহরিত হয়ে উঠে।

Answer: The place Bolpur is known for Rabindranath’s Santi Niketan. Santi Niketan can be reached by rickshaw from Bolpur, Robindranath’s Shanti Niketan. The pomp of greenery is all around. So peaceful and serene environment it seems that Shanti Niketan is really a place of peace. If one goes there, one’s mind in spontaneously thrilled with joy.

মাহাবুব এখনও কষ্ট করে লেখা পড়া করছে। গরিব হলেও সে লেখাপড়া ছেড়ে দেয়নি। প্রতিদিন সে অনেক দূর থেকে হেঁটে কলেজে আসে। সে কষ্ট সহিঞু, বিনয়ী ও পরিশ্রমী। তার আচরণে সবাই মুগ্ধ।

Answer: Mahabub is still studying through hardship. Inspite of being poor, he has not given up his study. Every day he comes to college on foot from a long distance. He is painstaking, modest and industrious. All are charmed at his conduct.

জেলেরা দিনে ও রাতে কাজ করে। অনেক জেলে রাতে মাছ ধরতে যায়। সে রাতে ঝড় হতে পারে। অন্ধকার ও ঠান্ডা একটি রাতও হতে পারে। তারা যখন নদীতে যায় তাদের পরিবার উদ্বিগ্ন থাকে।

Answer: Fishermen work day and night. Many fishermen go out to catch fish at night. There may be a storm on that night. It may also be a dark and chilly night. When they go out to river, their families remain anxious.

গাছ আমাদের অনেক কাজে লাগে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। কাঠ দ্বারা নানা প্রকার আসবাবপত্র তৈরী করা হয়। গাছ মাটির ক্ষয়রোধ করে। কিন্তু প্রয়োজনের তুলনায় আমাদের বনভূমি অনেক কম। কাজেই আমাদের বেশী বেশী গাছ লাগানো উচিৎ।

Answer: Trees are very helpful to us. We get oxygen from trees. Different kinds of furniture are made from trees. Trees protect the erosion of soil. But the areas of our forests are very small for our need. So we should plant more trees.

আমাদের দেশে অধিকাংশ লোক নিরক্ষর। তারা পড়তেও জানে না, লিখতেও জানে না। এই নিরক্ষরতা আমাদের জন্য অভিশাপ। এ অভিশাপ থেকে আমাদের মুক্তি পেতেই হবে। আমাদের সরকার নিরক্ষরতা দূর করতে চেষ্টা করছেন।

Answer: Most of the people of our country are illiterate. They do not know how to read or write. This illiteracy is a curse for us. We must get rid of this curse. Our government is trying to remove illiteracy.

দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। ইহা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ অভিশাপ থেকে আমাদের মুক্ত হতে হবে। এর জন্য দরকার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চাই সততার চর্চা।

Answer: Corruption is a social malady. All have to come forward to remove it. We must get rid of this curse. Concerned efforts are needed for this. The practice of honesty is wanted.

মনের সুখই প্রকৃত সুখ। ধন-সম্পদের সুখ প্রকৃত সুখ না। কেউ যদি মনে করে যে সে সুখী, তাহলে কোন দারিদ্র তাকে অসুখী করতে পারে না।

Answer: Mental peace is real peace. The happiness that lies in wealth is not real peace. If someone thinks that he is happy, no poverty can make him unhappy.

বাংলাদেশে ছয়টি ঋতু আছে। এক এক ঋতুর এক এক বৈশিষ্ট্য। শীতকালে রাতের বেলা শিশির ঝরে। বসন্তকালে কোকিল দেখিতে পাওয়া যায়। কোকিলের মধুর কণ্ঠ আমাদিগকে আনন্দ দেয়। গাছে গাছে নানা রকমের সুন্দর সুন্দর ফুল ফোটে।

Answer: There are six seasons in Bangladesh. Each season has its own characteristics. It dews at night in the winter. The spring is the king of seasons. The cuckoo can be seen in the spring. The sweet melody of the cuckoo gives us delight. Various kinds of beautiful flowers bloom on trees.

শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। অজ্ঞতা অন্ধকারের সামিল। তাই সমাজের জন্য প্রয়োজন শিক্ষার আলো। সকলকে এ সত্যটি উপলদ্ধি করতে হবে। ছাত্র-ছাত্রীদের তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। অন্যথায় জাতির জন্য কোন আশা থাকবে না।

Answer: Education is the backbone of a nation. No nation can prosper without education. Ignorance is as bad as darkness. So, society needs the light of education. Everyone must realize this truth. Students should be aware of their duties and responsibilities. Otherwise no hope will be left for the nation.

পরিশ্রম না করলে কেহ উন্নতি করতে পারে না। অর্থই বল আর বিদ্যাই বল, উহা অর্জন করতে হলে তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। যারা অলস তারা চিরকাল পশ্চাতে পড়ে থাকে। সমাজে যারা উচ্চ স্থান লাভ করেছে তারা সবাই পরিশ্রমী। মনে রাখতে হবে, পরিশ্রমই উন্নয়নের চাবিকাঠি।

Answer: No one can prosper without diligence. Be it money or education, you must work hard to earn that. Those who are idle age behind forever. All who rose to enemies in society were industrious. Always remember that industry is the key to success.

আমরা স্বাধীন দেশের অধিবাসী। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। কিন্তু বিনা চেষ্টায় কোন জাতি ইহা অর্জন করিতে পারে না। আবার উহা রক্ষা করিতেও দেশবাসীকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হয়। মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা প্রত্যেকটি নাগরিকের পবিত্র কর্তব্য।

Answer: We are the people of a free country. Freedom is man’s birth-right. But no country can achieve it without effort. Again the people have to be.