Posted on 10th Mar 2022 09:04:33 PM Composition
Unity is Strength (একতাই বল): Unity is to stay connected with others. If we stay united, we are powerful work may be difficult to do alone. If we do the work with other people it is very easy. Thus it increases our strength. The farmer asked to bring sticks to teach his sons a lesson. The boys broke the separated sticks very easily. They tried hard to break the bundle of sticks. But they failed to break it. The stick unitedly was stronger.
একতা হচ্ছে অন্য মানুষের সাথে মিলেমিশে থাকা। যদি আমরা একতাবদ্ধ থাকি তাহলে আমাদের শক্তি বৃদ্ধি পায়। একটা কাজ কঠিন মনে হতে পারে যদি আমরা একা একা করতে যাই, কিন্তু আমরা যদি অন্যদের সাথে মিলে কাজটা করি তাহলে সেটা সহজ হয়ে যায়। এভাবেই একতা আমাদের শক্তি বৃদ্ধি করে। কৃষকটি ছেলেদেরকে কাঠি আনতে বলেছিল একটা শিক্ষা দেওয়ার জন্য। আলাদা করা কাঠিগুলাে ছেলেরা সহজেই ভেঙে ফেলেছিল। তারা কাঠির আটিটা ভাঙ্গার চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে পারেনি। এখ থাকা অবস্থায় কাঠিগুলাে অনেক শক্তিশালী ছিল।