Posted on 16th Feb 2022 09:06:20 PM Composition
My Mother (আমার মা) : My mother's name is Beethi. She is 30 years old. She is a housewife. She cooks food for us. She keeps our house clean. She teaches me at home. She always takes a good care of me. I love my mother very much.
আমার মায়ের নাম বীথি। তার বয়স ৩০ বছর। তিনি একজন গৃহিণী। তিনি আমাদের জন্য বাবার রান্না করেন। তিনি আমাদের বাড়ি পরিষ্কার রাখেন। তিনি বাড়িতে আমাকে পড়ান। তিনি সব সময় আমার ভালাে যত্ন নেন। আমি আমার মাকে খুব ভালোবাসি।