Posted on 7th Mar 2022 09:45:34 PM Composition
Our village (আমাদের গ্রাম): The name of our village is Feni Sadar. It is in the district of Feni. Luis village. There are ten thousand people live in our village. Eighty percent people of the village are Muslims, the rest are Hindus. There are two primary schools and a high school in our village. Ours is an ideal village.
আমাদের গ্রামের নাম ফেনী সদর। এটি ফেনী জেলার অন্তর্গত। এটি একটি বড় গ্রাম। আমাদের গ্রামে প্রায় দশ হাজার লােক বাস করে। গ্রামের শতকরা আশিজন লােক মুসলমান, বাকিরা হিন্দু। আমাদের গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় আছে। আমাদের গ্রামটি একটি আদর্শ গ্রাম।