Posted on 23rd Dec 2021 08:34:11 PM Translation
আমি কি নিজের পরিচয় দিতে পারি? | May I introduce myself? |
তুমি কোথায় যাচ্ছ? | Where are you going? |
আমি বাবার সাথে ছুটিতে এসেছি? | I'm on holiday with my father. |
১০ মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে যাবে। | Our train is leaving in 10 minutes. |
তোমার যাত্রা শুভ হোক। | Have a good journey. |
তারা ইংরেজি বলা চর্চা করতে এখানে এসেছে। | They come to the club to practice speaking English. |
সে একজন যুবক। | He is a young man. |
হয়তো আমরা তার সাথে আমাদের ইংরেজি চর্চা করতে পারি। | Maybe we can practise our English with him. |
আমি তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। | I’ll introduce you to him. |
আমি বইমেলায় যাচ্ছি। | I’m going to the Book Fair. |
তুমি কি আসবে? | Would you like to come? |
আমি এক ঘণ্টা পর তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। | I can meet you in an hour. |
আমি তোমার সাথে বইমেলায় দেখা করব। | I’ll see you at the book fair. |
তোমার দাদি কেমন আছে? | How is your grandmother? |
আমার সহকর্মীদের সাথে পরিচয় করিয়ে দিই। | Let me introduce my colleagues. |
তুমি তোমার প্রথম নাম কীভাবে বানান কর? | How do you spell your first name? |
তোমার শেষের নামটা কী আবার বলো? | What's your last name again? |
তোমার কী কোনো ডাকনাম আছে? | Do you have a nick name? |
ভ্যানটির উপর পাখাটি আছে। | The fan is on the van. |
আঙ্গুর লতায় আঙ্গুর ফল। | Grapes are on a vine. |
আমার আঙ্গুর লতার আঙ্গুর পছন্দ। | I like grapes from the vine. |
তার অবসর সময়ে তিনি সেলাই উপভোগ করেন। | In her free time she enjoys sewing. |
তিনি প্রায়ই তার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের থেকে অর্ডার পান। | She often gets orders from her friends and neighbours. |
সে তার ইংরেজিতে উন্নতি করতে চায়। | She wants to improve his English. |
সে প্রতিদিন টিভিতে ব্যাঙ্গচিত্র দেখে। | He watches cartoons on TV everyday. |
সে প্রাণী বিষয়ক, বিশেষ করে বাঘ ও সিংহ বিষয়ক বই পছন্দ করে। | He likes books about animals, especially tigers and lions. |
তুমি কি কিছু প্রশ্নের উত্তর দিবে? | Would you mind answering some questions? |
তুমি তোমার অবসর সময় কীভাবে কাটাও? | How do you spend your leisure time? |
মাঝে মাঝে আমি তার সাথে এবং তার বন্ধুদের সাথে ইন্টারনেটে কথা বলি। | Sometimes, I talk to her and her friends on the internet. |
ইন্টারনেটের মাধ্যমে কথা বলা তোমাদের সম্পর্ক বজায় রেখেছে। | Talking on the internet keeps you connected. |
তোমরা দুজনেই কি বই পড়তে পছন্দ কর? | Do either of you like reading? |
আমি আমার অবসর সময়ে প্রায়ই সাময়িকী পড়ি। | I often read magazines in my free time. |
তৃতীয় সংখ্যাটি গাছগুলোর উপরে। | Number three is above the trees. |
১ মিনিটে ৬০ সেকেন্ড। | There are 60 seconds in a minute. |
১ ঘণ্টায় ৬০ মিনিট। | There are 60 minutes in an hour. |
১ দিনে ২৪ ঘণ্টা। | There are 24 hours in a day. |
১ সপ্তাহে ৭ দিন। | There are 7 days in a week. |
১ বছরে ১২ মাস। | There are twelve months in a year. |
১ অধিবর্ষে ৩৬৬ দিন। | There are 366 days in a leap year. |
কত মাসে এক বছর? | How many months are there in a year? |
সৈকতের কোন ধরনের বই পছন্দ? | What kind of books does Saikat like? |
আমরা এগুলো সব জানি! | We know them all! |
তোমার হাঁটু নত কর। | Bend your knees. |
লাল কিছু স্পর্শ কর! | Touch something red! |
কোন খাবার ভালো খাবার? | What food is good food? |
খাদ্য পিরামিডের ছবির দিকে তাকাও। | Look at the picture of the food pyramid. |
তুমি নিচে কোন ধরনের খাবার দেখতে পাচ্ছ? | What foods do you see at the bottom? |
এগুলো সেই খাবার যা শস্য দ্বারা তৈরি হয়েছে। | These are things made from grain. |
আলু শস্যদানা নয়। | Potatoes are not grains. |
শস্যদানা আমাদের শক্তি দেয়। | Grains give us energy. |
পিরামিডের পরের ধাপে রয়েছে ফলমূল এবং শাকসবজি। | Fruit and vegetables are in the next level of the pyramid. |
আইসক্রিম গরম আবহাওয়ায় শীঘ্রই গলে যাবে। | Ice-cream will melt soon in hot weather. |
চল, বন্ধুদের সাথে কিছু মজা করি। | Let’s have some fun with our friends. |
তার সর্দি ও গলায় ব্যথা হয়েছে। | She has a cough and a sore throat. |
তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। | She has the flu. |
গতরাতে ডাক্তার সীমাকে দেখেছিলেন। | The doctor visited Sima last night. |
তার কিছু ঔষধ প্রয়োজন। | She needs some medicine. |
তোমাকে শক্তিশালী হতে হবে। | You need to be strong. |
প্রচুর পরিমাণ পানি বা ফলের রস পান করো। | Drink a lot of water or juice. |
খাবার খাও, যা তোমার দহকে শক্তি প্রদান করবে। | Eat food, that gives your body energy. |
এগুলো কোমল পানীয়ের থেকে ভালো। | They are better than soft drinks. |
এমনকি তুমি যদি ক্ষুধার্ত নাও হও, তবুও খেতে চেষ্টা কর। | Try to eat, even if you aren’t hungry. |
নিয়মিত হাত ধৌত কর। | Wash your hands regularly. |
তোমার লন্ডনে ফিরে যাবার যাত্রা কেমন হয়েছিল? | How was your trip back to London? |
আমি প্রচুর পরিমাণ টিস্যু ব্যবহার করছি। | I’m using a lot of tissues. |
আমার প্রচণ্ড মাথাব্যথাও আছে। | I also have a headache. |
আমি শীঘ্রই আবার স্কুলে যেতে চাই। | I want to go to school again soon. |
সবাই খুব ভীত হয়েছিল কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। | Everyone was very afraid but no one panicked. |
শীঘ্রই অগ্নি নির্বাপকরা আসলেন এবং আগুন নিভিয়ে ফেললেন। | Soon the firefighters came and put out the fire. |
রাজু বিদ্যালয়ের মাঠ থেকে অগ্নিনির্বাপকদের লক্ষ করেছিল। | Raju watched the firefighter from the school yard. |
কলেজ শেষে রাজু একজন স্বেচ্ছাসেবী হিসেবে দমকল বাহিনীতে যোগদান করে। | After college, Raju joined a volunteer fire department. |
একজন স্বেচ্ছাসেবী হিসেবে সে তার কাজের জন্য কোনো টাকা পেত না। | As a volunteer he didn't get any money for his work. |
রাজু এখন একজন সার্বক্ষণিক অগ্নিনির্বাপক কর্মী। | Now, Raju is a full-time firefighter. |
রাজু শেখাতে খুব পছন্দ করে। | Raju likes teaching very much. |
তার অবসর সময়ে রাজু স্কুল পরিদর্শন করে। | In his free time, Raju visits schools. |
সে শিক্ষার্থীদের সাথে অগ্নিনিরাপত্তা সম্পর্কে কথা বলে। | He talks to the students about fire safety. |
সে তাদেরকে আগুন লাগলে কী করতে হবে তা বলে। | He tells them what to do if there is a fire. |
তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। | They Shouldn’t panic. |
তোমার অবসর সময়ে তোমার সঞ্চিত ধন পরিমাপ কর। | Measure your treasure in your leisure. |
একজন দর্জি পোশাক তৈরি করেন। | A dressmaker makes dresses. |
তিনি শস্য উৎপাদন করেন। | He grows crops. |
তিনি রুটি তৈরি করেন। | He bakes breads. |
তোমার প্রিয় রঙ কী? | What is your favourite colour? |
কে তোমার প্রিয় চলচ্চিত্র অভিনেতা? | Who is your favourite film actor? |
আমার নিজ জেলা কিশোরগঞ্জ। | My home district is Kishoreganj. |
এটি ঢাকা থেকে ১৪৫ কি. মি. দূরে অবস্থিত। | It is about 145 kilometers from Dhaka. |
কিশোরগঞ্জ কিছু বিখ্যাত ব্যক্তিদেরও নিজ জেলা। | Kishoreganj is also the home district of some famous people. |
মিলি, নয়ন এবং সালেহ আমার বন্ধু। | Mili, Nayan and Saleh are my friends. |
তারা দয়ালু, নম্র এবং যত্নবান। | They are kind, polite and caring. |
না, আমি ইউসুফকে চিনি না। | No, I don’t know yousuf. |
কাছে কী কোনো পাঠাগার আছে? | Is there a library nearby? |
পাঠাগার কলেজ রোডে আছে। | The library is on College Road. |
পাঠাগার তোমার বামে থাকবে। | The library will be on your left. |
ডানে কলেজ রোডের দিকে ঘুরুন। | Turn right on College Road. |
তারপর বামে পার্ক স্ট্রিটের দিকে ঘুরুন। | Then turn left on Park Street. |
ঐ কোণায় সুপার মার্কেট আছে। | The super market is on the corner. |
এটা খুবই কাছে! মাত্র পাঁচ মিনিট হাঁটার পথ। | I'ts very near! It's only five minutes’ walk from here. |
তুমি কি কোনো খেলা খেলতে চাও? | Do you want to play a game? |
তুমি কোন খেলা খেলতে পছন্দ কর? | What game do you like to play? |
তুমি কি ফরাসি ভাষা বলতে পার? | Can you speak French? |
তোমার সর্বোত্তম বন্ধুর নাম কী? | What’s your best friend’s name? |
বাংলাদেশের প্রধান পর্যটন স্থানগুলো কী কী? | What are the main tourist spots in Bangladesh? |
কক্সবাজার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। | Cox’s Bazar is the most popular tourist spot. |
আমি সমুদ্র ও সমুদ্র সৈকত ভালোবেসে ফেলেছি। | I loved the sea and the sea beach. |
দেখার মতো অনেক কিছু আমাদের দেশে আছে। | There are many places to see in our country. |
আপনি সেখানকার চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন। | You can enjoy the beauty of the tea gardens there. |
সেখানে কিছু সুন্দর জলপ্রপাত আছে। | There are some wonderful waterfalls there. |
এটা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। | It's the only coral island in Bangladesh. |
সমুদ্র ভ্রমণ রোমাঞ্চকর এবং নিরাপদ। | The cruises are exciting and safe. |
চট্টগ্রাম থেকে টেকনাফের দূরত্ব কত? | How far is Chattogram from Teknaf? |
নটিক্যাল মাইল হচ্ছে সমুদ্রের দূরত্ব পরিমাপের একক। | A nautical mile is a unit for measuring distance at sea. |
এটি ছিল এক অভিনব খেলা। | It was a fantastic game. |
আমি আমার বাড়ির কাজ খুঁজে পাচ্ছি না। | I can’t find my homework. |
এখন ঘরে ফেরার সময়। | Now, it’s time to go back home. |
তারা তাদের সকালের নাস্তা করছে। | They’re having their breakfast. |
তারা তাদের পিতাকে সাহায্য করছে। | They’re helping their father. |
এখন ১০টা বেজে ১৫ মিনিট। | It’s quarter past ten. |
এখন সাড়ে ১০টা বাজে। | It’s half past ten. |
এখন পৌনে এগারোটা বাজে। | It’s quarter to 11. |
খরগোশটি জঙ্গলের দ্রুতগামী প্রাণী ছিল। | The hare was the fastest animal in the forest. |
কচ্ছপটি রাগান্বিত হলো। | The tortoise felt angry. |
কচ্ছপটি অবিরাম হেঁটে চলল। | The tortoise walked steadily, on and on. |
শীঘ্রই সে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করল। | Soon, he passed the sleeping hare. |
কচ্ছপটি সমাপ্তি রেখার প্রায় কাছে পৌঁছে গেছে। | The tortoise was almost at the finish line. |
“যারা ধীর কিন্তু অবিচল, তারাই জয়লাভ করে।” | “Slow but steady wins the race.” |
কোনো ব্যক্তির জন্মদিন বিশেষ একটা দিন। | A person's birthday is a special day. |
কেকের উপর মোমবাতি থাকে। | There are candles on the cake. |
লোকেরা ব্যক্তিটির জন্য গান গায়। | People sing a song for the person. |
শিশুটির বন্ধুরা তার বাড়িতে আসে। | The child's friends come to his home. |
এখানে বিশেষ খাবার যেমন মিষ্টির ব্যবস্থা থাকে। | There is special food, like sweets. |
শিশুরা খেলাধুলা করে এবং গান গায়। | The children play games and sing. |
উপহারগুলো রঙিন কাগজে মোড়ানো থাকে। | The gifts are wrapped in colourful paper. |
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি হচ্ছে ভাষা শহিদ দিবস। | The 21st of February, 1952 is the Language Martyrs Day. |
এখন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। | The day is now called International Mother Language Day. |
আমি কি বাইরে গিয়ে একটু খেলতে পারি? | Can I go out to play? |
তুমি কি তোমার বাড়ির কাজ করেছ? | Have you done your homework? |
বেশিক্ষণ খেলো না। | Don’t play for too long. |
দয়া করে কি আমি ভিতরে আসতে পারি? | May I come in, please? |
তোমার দেরি হলো কেন? | Why are you late? |
আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। | We were at the doctors chamber. |
আশাকরি তোমার বাবা শীঘ্রই সেরে উঠবেন। | I hope your father gets well soon. |
আমাকে কি সাহায্য করতে পার? | Could you help me? |
এই বাসনগুলো কি রান্নাঘরে রাখবে? | Would you put these dishes in the kitchen? |
সুতোয় ঝোলানো পাখি তৈরি কর! | Make birds on strings! |
সুতোটি হ্যাঙ্গারে বাঁধো। | Tie the strings to the hanger. |
তুমি কি খেলো বা কোনো খেলাধুলা কর? | Do you play or do any sports? |
আমি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমার পরিবারের সাথে খেলি। | I play with my family on weekends. |
আমি ক্রিকেট খেলি এবং ভার উত্তোলন করি। | I play cricket and I do weightlifting. |
আমি অধিকতর শক্তিশালী হতে চাই। | I want to be stronger. |
সে কাবাডি ও ভলিবল খেলে। | He plays kabadi and volleyball. |
সে খেলাধুলায় ভালো। | He is good at sports. |
আমি ভলিবল কীভাবে খেলতে হয় তাও শিখতে চাই। | I'd also like to learn how to play volleyball. |
ভলিবল রোমাঞ্চকর। | Vollyball is exciting. |
ক্রিকেট আমার প্রিয় খেলা। | Cricket is my favourite sport. |
তুমি কী কী খেলা পছন্দ কর? | What games and sports do you like? |
প্রতি চার বছর পর পর বিভিন্ন স্বাগতিক দেশে অলিম্পিক অনুষ্ঠিত হয়। | The Olympics are held every four years in a different host country. |
১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক খেলা আরম্ভ হয়। | The modern Olympic Games started in 1896. |
অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয়? | How often are the Olympics held? |
অলিম্পিকে কতগুলো খেলা আছে? | How many sports are there in the Olympics? |
প্রথম অলিম্পিক কখন অনুষ্ঠিত হয়? | When was the first Olympics held? |
পাখিটি কী করছিল? | What was the bird doing? |
প্রজাপতিটি কী করছিল? | What was the butterfly doing? |
রংধনু কী করেছিল? | What did the rainbow do? |
আমাদের বাস জাদুঘরে সকাল ১০টায় পৌঁছেছিল। | Our bus reached the Museum at 10 am. |
একজন পথপ্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করছিলেন। | A guide was waiting for us. |
তিনি আমাদের উষ্ণভাবে অভ্যর্থনা জানালেন। | He welcomed us warmly. |
আমরা সাড়ে ১২টায় জাদুঘর ছাড়লাম। | We left the Museum at 12.30 p.m. |
এটা এমন এক অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলব না। | It was such an experience we would never forget. |
এটা বসন্তের চমৎকার একটা দিন। | It’s is a beautiful spring day. |
মারিয়া সকাল সকাল ঘুম থেকে উঠে। | Maria gets up early. |
সে সুখী বোধ করে। | She feels happy. |
তারা মিষ্টি এবং তরতাজা ঘ্রাণ ছড়াচ্ছে। | They smell sweet and fresh. |
জন্ম থেকেই সে দেখতে পায় না। | She has been unable to see since she was born. |
সে প্রতিদিন স্কুলে যায়। | She goes to school everyday. |
ব্রেইল এমন একটি লিখন পদ্ধতি যাতে খাড়া বিন্দু ব্যবহার করে অক্ষরসমূহ লেখা হয়। | Braille is a script that uses raised dots. |
প্রতিটি অক্ষরই খাড়া বিন্দু দিয়ে তৈরি। | Each letter is made from dots. |
তার স্কুলের বইগুলো ব্রেইল পদ্ধতিতে করা। | Her books at school are in Braille. |
সে কবিতা ও ইতিহাস পড়া উপভোগ করে। | She enjoys reading poems and history. |
মারিয়া নিজের একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়। | Maria wants to set up a school of her own. |
মারিয়া একজন লেখক হতে চায়। | Maria wants to be a writer. |
গত জানুয়ারিতে আমি একটা স্কাউট সমাবেশে গিয়েছিলাম। | Last January, I went to a cub comporee. |
আমরা সেখানে সকালে পৌঁছেছিলাম। | We arrived there in the morning. |
আমরা ট্রেনে চড়ে ঢাকা থেকে শ্রীমঙ্গলে গেলাম। | We travelled from Dhaka to Sreemangal by train. |
আবহাওয়া ছিল সুন্দর। | The weather was nice. |
আমরা ট্রেন স্টেশন থেকে আমাদের ক্যাম্পে হেঁটে গেলাম। | We walked to our camp from the train station. |
আমরা ছিলাম ১০ জন এবং সঙ্গে ছিল দু’জন দলনেতা। | There were 10 of us and two leaders. |
আমরা দলবদ্ধভাবে একসাথে হেঁটে চললাম। | We walked together in our group. |
এটা বেশি দূরে ছিল না। | It wasn’t very far. |
আমরা ভাত ও মুরগি রান্না করেছিলাম। | We cooked rice and chicken. |
রাতে আমরা আমাদের তাঁবুতে ঘুমিয়েছিলাম। | At night, we slept in our tents. |
আমরা নীরবে একটা ছোট পাহাড়ের উপর হাঁটলাম। | We walked quietly up a hill. |
এটা গাছের ভিতর দিয়ে দ্রæত ছুটছিল। | It was moving quickly through the trees. |
এটা একটা চমৎকার দিন ছিল! | It was a great day! |
গত বছর আমি সোনারগাঁয়ে গিয়েছিলাম। | I went to Sonargaon last year. |
আমরা একটি বাস নিয়েছিলাম। | We took a bus. |
আমরা পানাম নগর দেখেছিলাম। | We saw the city of Panam. |
আমরা নিজেদের খাবার খেয়েছিলাম এবং একটি বনভোজন করেছিলাম। | We took our own food and had a picnic. |
লায়লা এবং বিথী বন্ধু। | Laila and Bithi are friends. |
লায়লা পার্কে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে। | Laila likes to run in the park and swim. |
বিথী একজন শান্ত ব্যক্তি। | Bithi is a quiet person. |
সে অন্যান্য দেশ সম্পর্কিত গল্প বিশেষভাবে পছন্দ করে। | She especially loves stories about other countries. |
বিথীর পরিবার বেশি বই কিনতে পারে না। | Bithi's family can’t buy many books. |
রোকেয়া খান লায়লার বান্ধবী। | Rokeya Khan is Laila’s friend. |
সেও বাংলাদেশি। | She is also a Bangladeshi. |
তার জন্মদিন ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর। | Her birthday is 18 September, 2007. |
তারা নওগাঁর হাসপাতাল রোডে বাস করে। | They live at Hospital Road in Naogaon. |
এটা ছিল ভয়ানক। | It was terrible. |
পৃথিবীতে অনেক দুর্যোগ রয়েছে। | There are many disasters in the world. |
তোমাদের এতটা দুশ্চিন্তা করা উচিত না। | You shoudn’t worry too much. |
আমরা প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে পারি। | We can prepare for natural disasters. |
এই লিফলেটটি নাও। | Here is a leaflet. |
তোমার বাড়িতে কি কোনো ব্যাটারি আছে? | Do you have any batteries in your home? |
না, নেই। আমাকে কিছু ব্যাটারি নেওয়া উচিত। | No, I haven’t. I should get some batteries. |
ভূমিকম্পের জন্য প্রস্তুত থেকো। | Be prepared for earthquake. |
তারা যেকোনো মুহূর্তে ঘটাতে পারে। | They can happen at any time. |
কোনো ভবনের কাছে যাবে না যদি সেটা নিরাপদ না হয়। | Do not go inside a building unless it is safe. |
মাঝে মাঝে ভূমিকম্পের পরেও ভূমিকম্প পরবর্তী কম্পন হয়। | Sometimes there are aftershocks after an earthquake. |
নদীতে জোয়ার এসেছে। | The river is rising. |
নদীর পানি মাঠ-ঘাট প্লাবিত করেছে। | The river flooded the field. |
বাতাস বাড়ির ছাদ উড়িয়ে দিল। | The wind is blowing the roof away. |
শ্রমিকেরা ঘর-বাড়ি ও মাঠ-ঘাট মেরামত করছে। | The workers are repairing the houses and the fields. |
ঝড় শুরু হয়। | The storm starts. |
বাবুলের আইলার কথা মনে নেই। | Babul doesn't remember cyclone Aila. |
সবাই ভীত ছিল। | Everybody was afraid. |
নিপা কাঁদতে শুরু করেছিল। | Nipa began to cry. |
পরিবারটির বাড়ির ছাদ উড়ে গেল। | The family’s roof flew away. |
আকাশ কালো ছিল। | The sky was dark. |
পরের দিনটি ভয়াবহ ছিল। | The next day was awful. |
বাবুলের পরিবার কান্না থামাতে পারছিল না। | Babul’s family couldn’t stop crying. |
নিপা ও দাদা নিখোঁজ ছিল। | Nipa and grandfather were gone. |
সে নিপাকে একটি মাঠে খুঁজে পায়। | He found Nipa in a field. |
পরিবারটি তাকে কখনো খুঁজে পায়নি। | The family never found him. |
বাবুল ও তার পরিবার বসবাসের জন্য স্কুলে গেল। | Babul and his family went to live in the school. |
সেখানে পর্যাপ্ত নিরাপদ পানি ও খাবার ছিল না। | There wasn't enough safe drinking water or food. |
ব্যাঙ কী রকম শব্দ করে? | What kind of sound does a frog make? |
এটা একটা সুন্দর শব্দ নয়। | It isn't a beautiful sound. |
তারা পাখিদের চেয়েও সুন্দর গান গাইতে পারত। | They could sing more beautiful than the birds. |
তারা তার গান শুনে উপভোগ করত। | They enjoyed listening to him. |
তারা এটিকে একটি কাচের পাত্রে রেখে দিল। | They put it into a glass jar. |
প্লাক এবং মক্সি কাচের পাত্রটা বাইরে নিয়ে গেল। | Pluck and Moxie took the glass jar outside. |
অন্য পশুরা অপেক্ষা করছিল। | The other animals were waiting. |
খুব অন্ধকার ছিল এবং টুকরাগুলো খুব ক্ষুদ্র ছিল। | It was too dark and the pieces were too small. |
আমরা কী করতে চলেছি? | What are we going to do? |
তারা সাবধানে টুকরাগুলো কুড়িয়ে নিল। | They carefully picked up the pieces. |
ওই বিকালবেলায়, অবশেষে প্রাণীগুলো জেগে উঠলো। | That afternoon, the animal finally woke up. |
তারা উপরে তাকালো ও পাখিদের গান গাইতে দেখল। | They looked up and saw the birds singing. |