Posted on 22nd Dec 2021 10:41:31 PM Essay, Composition
Introduction: Discipline means obedience to some rules and regulations. It is necessary in every walk of our life.
Discipline in nature: Discipline is the first law of nature. Everything in the nature follows discipline. The sun, the moon, the stars and wind all follow strict discipline.
Discipline in games and sports: In the play ground the players must obey some rules. They must obey the decision of the referee. If a player disobeys the referee, he is penalised.
Discipline in schools and colleges: In schools and colleges the students must obey the certain rules. They must obey the teachers. They must go to schools and colleges in time and prepare lessons regularly.
Importance: Discipline is very important everywhere in our life. It is the key to success in life. Without it, we cannot do our duties.
Conclusion: Discipline is the driving forces to attain prosperity and success in life. So, we must be disciplined.
(শৃঙ্খলা রচনা)
ভূমিকা: শৃঙ্খলা বলতে বােঝায় কিছু নিয়ম-কানুন মেনে চলা। সামাজিক বিধি-বিধান মেনে মানুষকে সমাজে বসবাস করতে হয়। সে যা ইচ্ছা তা করতে পারে না। তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা প্রয়ােজন।
প্রকৃতিতে শৃঙ্খলা: প্রকৃতিতে প্রথম নিয়মই শৃঙ্খলা। প্রকৃতির সবকিছুই নিয়ম মেনে চলে। সূর্য, চন্দ্র, তারকা, বাতাস সবকিছুই কঠোর নিয়মের অধীন।
খেলাধূলায় শৃঙ্খলা: খেলার মাঠে খেলােয়াড়দের অবশ্যই কিছু নিয়মকানুন মানতে হয়। তাদের অবশ্যই রেফারীর সিদ্ধান্তকে মেনে চলতে হয়। কোন খেলােয়াড় রেফারীকে অমান্য করলে সে শাস্তি পেয়ে থাকে।
স্কুল ও কলেজে শৃঙ্খলা: স্কুল ও কলেজে ছাত্র-ছাত্রীদের অবশ্যই কিছু নিয়মকানুন মানতে হয়। তাদের অবশ্যই শিক্ষকদের মান্য করতে হয়। তাদেরকে সময়মত স্কুল ও কলেজে যেতে হয় এবং নিয়মিত পড়া তৈরি করতে হয়।
গুরুত্ব: আমাদের জীবনের সর্বত্র শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। এটি জীবনের সাফল্যের চাবিকাঠি। শৃঙ্খলা ছাড়া আমরা আমাদের কার্য সম্পন্ন করতে পারি না। স্কুল, কলেজ, অফিস-আদালত, বাড়িতে শৃঙ্খলার প্রয়ােজন রয়েছে।
উপসংহার: জীবনের সাফল্য ও উন্নতির মূলে শৃঙ্খলা চালিকাশক্তি হিসাবে কাজ করে। তাই আমাদের অবশ্যই শৃঙ্খলাপূর্ণ হতে হবে।