Posted on 8th May 2020 03:06:14 PM Tense
ভবিষ্যতে কোন একটি কাজ শুরু হয়ে তা কিছু কাল ধরে চলতে থাকবে এমন বুঝাতে future perfect continuous tense হয়। যেমন- সাত দিন ধরে আমাদের পরীক্ষা চলিতে থাকিবে। Our examination will have been running for seven days.
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেথাকিবে, তেথাকিবেন, তেথাকিবো প্রভৃতি চিহ্ন থাকিবে।
গঠন: Subject + shall / will + have been + v + ing + object + extra.
যেমন- She will have been waiting for you.
Neg: Subject + shall/ will + Not + have been + ving + object + extra?
যেমন- She will not have been waiting for you.
Int: Shall / will + subject + have been + ving + object + extra.
যেমন- Will she have been waiting for you?
Neg + int: Shall / will + subject + not + have been + ving + object + extra.
যেমন- Will she not have been waiting for you.
N.B: Before / after এর ব্যবহার future perfect এর মত।
Exercise:
১) সূর্য উঠিবার পূর্ব পর্যন্ত আমি পড়িতে থাকিবো। ২) সে বিকাল ৩টা হতে ছবিটি আঁকিতে থাকিবে। ৩) দুইদিন চলার পর ট্রেনটি ঢাকা পৌছিবে। ৪) শিক্ষক আসার পূর্ব পর্যন্ত রূপা কি অংক করিতে থাকিবে। ৫) তুমি না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করিতে থাকিবো।
যেমন- ১. আমি দুই ঘন্টা ধরে বইটি পড়তে থাকিব। I shall have been reading the book for two hours.
Tense কে মনে রাখার জন্য সাহায্যকারী verb সমূহের তালিকা নিচে দেওয়া হলো-
Tense | Indefinite | Continuous | Perfect | Perfect Continuous |
---|---|---|---|---|
Present | মূল Verb (s / es) do / does | Am / is / are + verb + ing | Have / has + v.p.p | Have been / has been + V + ing |
Past | Verb এর Past form / did+ মূল verb | Was / were + V + ing | Had + v.p.p | Had been + V + ing |
Future | Shall / will + মূল verb | Shall be / will be + V + ing | Shall have / will have + v.p.p | Shall / will have been + V + ing |
Share on Facebook