Future Perfect Tense

Posted on 8th May 2020 03:04:29 PM Tense


ভবিষ্যতে দুটো কাজের মধ্যে যে কাজটি পূর্বে ঘটিবে তা হবে future perfect এবং যে কাজটি পরে ঘটিবে তা হবে future indefinite tense। যেমন- তুমি আসার পূর্বে আমি কাজটি করিয়া থাবিবো। I shall have finished the work before you will come.

চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে য়াথাকিবো, য়াথাকিবা, য়াথাকিবে প্রভৃতি চিহ্ন থাকবে।

গঠন: Subject + shall / will + have + v.p.p.f + object + extra.
যেমন- I shall have done the work before you come / will come.

Neg: Subject + shall / will + not + have + v.p. p.f  + object + extra.
যেমন- I shall not have done the work before you come / will come.

Int: Shall / will + subject + have + v. p. p.f + object + extra.
যেমন- Shall I not have done the work before you come / will come.

Neg + Int: Shall / will + subject + not + have + v. p. p. f + object + extra.
যেমন- Shall I not have done the work before you come / will come?

N.B: Before এবং after এর ব্যবহার Past perfect tense এর মত।

Exercise:
১) আমি বিকাল ৫টার মধ্যে কাজটি শেষ করিয়া থাকিবো। ২) তুমি আসার পূর্বে আমরা ঘরটি সাজাইয়া থাকিবো। ৩) সে সকাল ১০টার মধ্যে বাড়ী ফিরিয়া থাকিবে। ৪) তুমি হয়তো এই দুঃসংবাদ শুনিয়া থাকিবে।



Recent Post

Categories