Past Continuous Tanse

Posted on 8th May 2020 02:52:43 PM Tense


অতীত কালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে তা Past continuous হয়। যেমন- সে একটি গাড়ী চালাইতেছিল।

চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছিলাম, তেছিলেন, তেছিলে, তেছিল প্রভৃতি চিহ্ন থাকবে।

গঠন: Subject + was / were + ving + object + extra.
যেমন- He was driving a car.

Negative: Subject + was / were + not + ving + object + extra.
যেমন- He was not driving a car.

Interrogative: Was / were + subject + ving + object + extra?
যেমন- Was he not driving a car.

Neg + Int: Was / Were + subject + not + ving + object + extra?
যেমন- Was he not driving a car?

N.B: অতীত কালের দুটি clause যখন while দ্বারা যুক্ত হয় তখন প্রায়ই একটিতে past continuous এবং অপরটিতে past indefinite tense হয়। এক্ষেত্রে কাজ দুটি একই সঙ্গে ঘটে থাকে। যেমন- যখন তুমি মাঠে খেলছিলে, আমি তোমাকে দেখেছিলাম। I saw you while you were playing in the field. আমি যখন বাড়ী পৌছিলাম তখন বৃষ্টি পড়ছিল। It was raining when I reached home.

Exercise:
১) আমি যখন বাগানে হাঁটছিলাম তখন আমাকে একটি সাপে কামড় দিয়েছিল। ২) কুকুরগুলি ঘেউ ঘেউ করিতেছিল। ৩) জেলেরা কি নদীতে মাছ ধরিতেছিল? ৪) ছেলেগুলো কি রৌদ্রে দৌড়াদৌড়ি করতেছিল না? ৫) আমরা তখন তাস খেলতেছিলাম। ৭) আমরা মাঠে গল্প করিতেছিলাম। ৮) সে হাঁসগুলোকে খাওয়াইতেছিল। ৮) সে আমাকে রাস্তায় বিরক্ত করিতেছিল। ৯) তুমি কি কবিতা আবৃত্তি করতেছিলে? ১০) আমি কি তখন গান গাইতেছিলাম?