Past Indefinite Tense

Posted on 8th May 2020 02:49:24 PM Tense


অতীতে কোন কাজ ঘটেছিল বা অতীত অভ্যাস বুঝাতে verb এর Past indefinite tense হয়। যেমন- নজিবর আমাকে সাহায্য করেছিল। Nazibor helped me. সে প্রত্যহ নদীতে সাঁতার কাটিত। He used to swim in the river daily.

চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে ইলাম, ইলেন, ইল, প্রভৃতি চিহ্ন থাকবে।

গঠন: Subject + verb এর past form + objcet + extra.
যেমন- He broke the car.

Negative: Subject + did not + verb এর present form+ object + extra.
যেমন- He did not break the car.

Interrogative: Did + subject + verb এর present form + object + extra?
যেমন- Did he break the car?

Neg + Int: Did + subject + not + verb এর present form + object + extra?
যেমন- Did he not break the car?

N.B: অতীত অভ্যাস বুঝাতে used to / would + verb এর present form ব্যবহৃত হতে পারে। যেমন- সে প্রত্যহ এই নদীতে গোসল করত। He used to bathe in the river everyday. আমি এই ঘরে ঘুমাতাম। I used to sleep in this room.

‘Used to’ negative এর Interrogative দুই ভাবেই ব্যবহৃত হতে পারে। সে ক্ষেত্রে গানটি দাঁড়াবে নিম্নরূপ:

Neg: Subject + did + not + use to + verb + extra.
যেমন- সে ধূমপান করত না। He did not use to smoke.

Int: Used + sub + to + verb + extra?
যেমন- Used he to smoke?
Or,
Did + subject + use to + verb + extra?
যেমন- Did he use to smoke?

Exercise:
১) আমি প্রত্যহ ক্রিকেট খেলিতেছি। ২) সে কি অনুষ্ঠানে কবিতা আবৃতি করেছিল? ৩) সে ভিকারিকে একটি পয়সা দিল। ৪) সে হাঁসতে হাঁসতে জায়গাটি ত্যাগ করল। ৫) তুমি কেন আমাকে এই বিষয়ে জানালে না। ৬) আমি এই রুমে ঘুমাইতাম। ৭) মেয়েটি নিজেকে বাতাস করছিল। ৮) আমরা তার জন্য অপেক্ষা করছিলাম। ৯) আমরা তাকে ধন্যবাদ দিয়েছিলাম। ১০) সে মেঝেতে শুয়েছিল।