Posted on 8th May 2020 02:55:52 PM Tense
অতীত কালে পর পর দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে যে কাজটি আগে ঘটেছিল তা হবে past perfect tense এবং যে কাজটি পরে ঘটেছিল তা হবে e past indefinite tense। যেমন-
তুমি আসার পূর্বে | আমরা বাজারে গিয়েছিলাম।
এটি পরে ঘটেছিল | এটি আগে ঘটেছিল
Past indefinite | Past perfect
গঠন: Subject + had + v. p. p. f + extra.
যেমন- We had gone to market before you come.
N.B:
i) এই tense এ negateve এবং interrogativ এর ব্যবহার নাই বললেই চলে।
ii) এই tense এ দুটি sentence কে যুক্ত করার জন্য before, after, when, no sooner had ... than, hardly / scarcely ... when প্রভৃতির সাহায্য নিতে হয়। নিচে এর অবস্থান ও ব্যবহার দেখানো হলো-
=> Past perfect + before + past indifinite.
যেমন- He had returned me the money before I asked him.
=> Past indefinite + after + past perfect.
যেমন- He returnet me the money after I had asked him.
=> No sooner had + subject + v.p.p.f + extra + than + (past indefinite).
যেমন- No sooner had I seen a tiger than I ran away.
=> Hardly / scarcely + had + sub + v.p.p.f + ext + when + ( past indefinite).
যেমন- hardly had we gone there when we got the news.
=> Past perfect + when + past indefinite.
যেমন- I had finished the work when he come.
Exercise:
১) আমরা স্টেশনে পৌছতে না পৌছতেই ট্রেনটি ছাড়িয়া দিল। ২) সূর্য উঠিবার পূর্বে আমি যাত্রা করিয়াছিলাম। ৩) চিঠিটা লিখার পর আমি ইহা পোস্ট করেছিলাম। ৪) অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা স্থানটি ত্যাগ করলাম। ৫) মামা একথা বলতে না বলতেই মা কেঁদে ফেললেন। ৬) বৃষ্টি থামতে না থামতেই আমরা যাত্রা শুরু করিলাম। ৭) ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। ৯) সে আদেশ দেওয়ার পর আমরা দৌড় দিয়েছিলাম। ১০) কাজটা শেষ করে আমরা বাজারে গিয়েছিলাম।