Past Perfect Continuous Tense

Posted on 8th May 2020 02:58:19 PM Tense


অতীতে দুটি কাজের মধ্যে একটি শেষ হওয়ার পূর্বে অপরটি কিছু সময় ধরে চলছিল এরূপ বুঝাতে যেটি কিছু সময় ধরে চলছিল সেটি হবে past perfct continuous tanse এবং অপরটি হবে past indefinite tense। যেমন- আমি এই কাজটি শুরু করার পূর্বে এক ঘন্টা ধরে বই পড়ছিল।
(past indefinite)            (past perfect continupus)

গঠন: Sub + had been + ving + obj + extra.

N.B: এই tense টিতেও before, after, when এর ব্যবহার আছে এবং এদের ব্যবহারটিও past perfect tense এর মত।
যেমন- আমি এই কাজটি শুরু করার পূর্বে এক ঘন্টা ধরে বই পড়ছিলাম।
I had been reading a book for an hour before I started the work.

আমরা দুই ঘন্টা হাঁটার পর বাজারে গিয়ে পৌছলাম।
We reached at market after we had been walking for two hours.

আমি যখন ছেলেটিকে দেখলাম তখন সে কয়েক ঘন্টা ধরে কাঁদছিল।
When I met the boy, he had been crying for serveral hours.

Exercise:
১) শিক্ষক আসিবার পূর্বে বালকগুলি চিৎকার করিতেছিল। ২) দশ মিনিট কাঁদার পর শিশুটি ঘুমিয়ে পড়ল। ৩) আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম তখন সে উপন্যাস পড়িতেছিল। ৪) সে পাঁচ ঘন্টা যাবৎ ছবি আঁকিতেছিল। ৫) মিস্টার রায় সেখানে ১০ বৎসর যাবৎ শিক্ষকতা করছিলেন।