Posted on 20th Dec 2021 10:56:10 PM Essay, Composition
Introduction: There are six seasons in Bangladesh. The rainy season is one of them. It comprises the months of Ashar and Sravan.
Description: It is the season of heavy rainfall. Sometimes it rains cats and dogs. Sometimes it rains for days together. The sky is overcast. The sun cannot be seen for whole day. Roads become muddy and slippery. Ponds, marshes, canals and rivers are full to the brim. Rivers and canals overflow the banks. Fields go under water. Boat is the only means of communication.
Merits: The rainy season has so many merits. It brings silt on the fields and increases fertility. The filths and dirt’s are washed away in the rains.
Demerits: Excessive rainfall is harmful. It causes flood. Fatal diseases break out. People become victims of these diseases.
Conclusion: Despite the demerits the rainy season is a blessing in our country. It plays an important role in our economy.
(বর্ষাকাল রচনা)
সূচনা: বাংলাদেশে ছয়টি ঋতু আছে। বর্ষাকাল এদের মধ্যে একটি। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে এটি গঠিত হয়।
বর্ণনা: এটি প্রচুর বৃষ্টিপাতের ঋতু। মাঝে মধ্যে মুষলধারে বৃষ্টিপাত হয়। মাঝে মধ্যে একনাগাড়ে কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে। সারাদিন সূর্য দেখা যায় না। রাস্তাঘাট কর্দমাক্ত ও পিচ্ছিল হয়। পুকুর, জলাশয়, খাল-বিল ও নদী কানায় কানায় পূর্ণ থাকে। নদী ও খালের পানি তীর উপচাইয়া প্রবাহিত হয়। মাঠ পানির নিচে চলে যায়। যাতায়াতের একমাত্র উপায় নৌকা।
সুফল: বর্ষাকালের অনেক সুফল আছে। এটি জমিতে পলি বয়ে আনে এবং উর্বরা শক্তি বাড়িয়ে দেয়। বৃষ্টিতে ময়লা ও ধুলাবালি ভেসে যায়।
কুফল: অতিবৃষ্টি ক্ষতিকর। এতে বন্যা হয়। মারাত্মক রােগের প্রাদুর্ভাব ঘটে। মানুষ এসব রােগে আক্রান্ত হয়।
উপসংহার: অসুবিধা সত্ত্বেও বর্ষাকাল আমাদের দেশে আশীর্বাদ স্বরূপ। এটি আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।