Write a short composition about The Cat

Posted on 3rd Mar 2022 10:07:05 PM Composition


The Cat (বিড়াল): The cat is a pet animal. It is very gentle. It looks like a tiger. It is also animal. It gets up late in the morning. It has four legs, two eyes, two a short tail. It lives on rice, fish, flesh and milk. It preys on rats and mice. It is very useful to us.

বিড়াল একটি পােষা প্রাণী। এটি খুব শান্ত। এটি দেখতে অনেকটা বাঘের মতো। এটি পরিষ্কার প্রাণিও বটে। এটি সকালে দেরিতে ওঠে। এর চারটি পা, দুটি চোখ, দুটি কান এবং একটি খাটো লেজ আছে। এটি ভাত, মাছ, মাংস ও দুধ খেয়ে জীবন ধারণ করে। এটি ইঁদুর শিকার করে। এটি আমাদের জন্য খুব উপকারী।