Posted on 8th May 2020 02:50:22 AM Framing WH Questions
১) কোন ঘটনা বা কাজ কোন সময় সংঘটিত হয়েছিল বা হবে ইত্যাদি জানার জন্য When দ্বারা প্রশ্ন করা হয়।
২) কোন sentence এ সময় নির্দেশক শব্দ বা শব্দগুচ্ছ (word/phrase) থাকলে When দ্বারা প্রশ্ন করা যায়।
৩) কোন sentence এ সময় নির্দেশক শব্দ বা শব্দগুচ্ছ সাধারণত preposition (in, on, at during, from ইত্যাদি) + noun (সংখ্যাবাচকসহ) দ্বারা নির্দেশিত হয়। এছাড়া কিছু adverb of time যেমন- yesterday, before, ago, last night, last day, next ইত্যাদি থাকলে when দ্বারা প্রশ্ন তৈরি করা যায়।
৪) When দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে সময় নির্দেশক word/phrase বাদ যাবে।
৫) note of interrogation বসবে।
এখন When দ্বারা প্রশ্ন করার নিয়মগুলো নিচে দেওয়া হলো-
Rule-1: সময় নির্দেশক (at what time) সম্বলিত sentence এ to be verb (am, is, are, was, were), to have verb (have, has, had) বা modal auxiliary (shall, will, can, could, may, might) থাকলে।-
১) প্রথমে When বসে।
২) প্রদত্ত বাক্যে ব্যবহৃত to be verb/to have verb/modal auxiliary এর যেটি আছে সেটি বসবে।
৩) প্রদত্ত বাক্যের subject নিয়ম অনুযায়ী বসবে।
৪) বাকি অংশ বসবে এবং সময় নির্দেশক শব্দ বাদ যাবে।
৫) note of interrogation বসবে।
অর্থাৎ structure টি হলো- when + প্রদত্ত বাক্যে ব্যবহৃত be verb/have vebr/modal auxiliary টি + subject + বাকি অংশ (উল্লেখ্য, সময় নির্দেশক word/phrase বাদ যাবে)
Examples:
They are going to Dhaka tomorrow.
WH question: When are they going to Dhaka?
[ এখানে, সময় নির্দেশক শব্দ (tomorrow) আছে। তাই প্রথমে when বসেছে, প্রদত্ত বাক্যে ব্যবহৃত be verb(are) বসেছে। subject (they) বসেছে এবং বাকি অংশ (going to Dhaka) বসেছে। সময় নির্দেশক (tomorrow) শব্দ বাদ গেছে ও note of interrogadion বসেছে। ]
আবার,
You have plucked flowers in the morning.
WH question: When have you plucked flowers?
[ এখানে, সময় নির্দেশক in the morning আছে। সুতরাং WH question টি when দ্বারা করা হয়েছে। তারপর, প্রদত্ত sentence এ ব্যবহৃত to have verb (have) বসেছে। নিয়মানুযায়ী, subject (you) বসেছে। বাকি অংশ বসেছে এবং সময় নির্দেশক (in the morning) বাদ গেছে। ]
তদ্রুপ,
Yesterday she could visit her father.
WH question: When could she visit her father?
[ এখানে, সময় নির্দেশক শব্দ Yesterday আছে। তাই, when দ্বারা WH question টি শুরু হয়েছে। তারপর প্রদত্ত sentence টিতে ব্যবহৃত modal auxiliary (could) বসেছে। নিয়ম অনুযায়ী, subject (she) বসেছে। সময় নির্দেশক শব্দ (yesterday) বাদ গেছে এবং বাকি (visit her father) বসেছে। ]
Rule-2: সময় নির্দেশক (at what time) অর্থ সম্বলিত sentence এ do verb (present/past tense) থাকলে when দ্বারা প্রশ্ন করার সময়-
১) প্রথমে when বসে।
২) প্রদত্ত বাক্যে ব্যবহৃত do verb টির tense ও person অনুসারে do/ does/ did বসে।
৩) নিয়ম অনুযায়ী subject বসে।
৪) sentence এ ব্যবহৃত to do verb টির present form (মূলform) বসে।
৫) সময় নির্দেশক word/phrase বাদ যায়।
৬) note of interrogation বসে।
Structure: When + do/does/did + subject + verb এর মূল form + বাকি অংশ (সময় নির্দেশক শব্দ বাদ)
Examples:
The meeting ends at 2 AM
WH question: When does the meeting end?
এখানে, সময় নির্দেশক (at 2 AM) থাকায় when দ্বারা WH question শুরু করা হয়েছে। তারপর, প্রদত্ত বাক্যটিতে ব্যবহৃত to do verb (ends) present tense-এ ও subject third person singular number থাকায় does বসেছে। নিয়ম অনুযায়ী, subject বসেছে। প্রদত্ত sentence টির মূল verb (end) বসেছে। সময় নির্দেশক phrase বাদ গেছে।
আবার,
We start in morning.
WH question: When do you start?
They saw her last Monday.
WH question: When did they see her?
I watch television at 7 AM.
WH question: When do you watch television?
It rains in winter.
WH question: When does it rain?