Posted on 3rd May 2020 03:47:40 PM Framing WH Questions
কোন ঘটনা সংঘটিত হওয়ার কারণ, উদ্দেশ্য (for what reason) ইত্যাদি জানার জন্য why দ্বারা প্রশ্ন করা হয়।
Why দ্বারা প্রশ্ন করার সময় মনে রাখতে হবে:
১) প্রদত্ত sentence এ কারণ নির্দেশক word/phrase থাকলে সেখানে why দ্বারা প্রশ্ন করা যায়।
২) কোন sentence G infinitive (to + base form of verb), for, since, because, because of, due to, owing to, on account of, so that, as ইত্যাদি থাকলে তা কারণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়।
৩) কারণ নির্দেশক word/phrase বাদ যাবে।
৪) Because, as, since দ্বারা কারণ নির্দেশকটি একটি clause হবে। Why দ্বারা প্রশ্ন করার সময় because, as, since যুক্ত clause টি সম্পূর্ণ বাদ যাবে। কারণ, বাক্যে ঐ পূর্ণ clause টি why প্রশ্নের উত্তর। Why দ্বারা প্রশ্ন তৈরির নিয়ম সমূহ নিম্নে উদহারণসহ ব্যাখ্যা করা হলো:
Rule-1: উদ্দেশ্য বা কারণ নির্দেশক (for what reason) বাক্যে to be verb/to have verb/modal auxiliary থাকলে সেখানে sentence এ why দ্বারা প্রশ্ন করার সময়-
১) প্রথমে why বসে।
২) প্রদত্ত বাক্যে ব্যবহৃত to be verb/to have verb/modal auxiliary এর যেটি থাকবে সেটিকে বসাতে হবে।
৩) নিয়মানুসারে প্রদত্ত বাক্যের subject বসবে।
৪) বাকি অংশ বসবে।
৫) কারণ নির্দেশক word/phrase বাদ যাবে।
৬) note of interrogation বসবে।
Examples:
We can not go because of raining.
WH question: Why can you not go?
এখানে, কারণ নির্দেশক (because of raining)থাকায় why দ্বারা প্রশ্ন করা হয়েছে। প্রথমে why বসেছে। প্রদত্ত বাক্যে ব্যবহৃত modal auxiliary (can) বসেছে। প্রদত্ত বাক্যের subject (we) নিয়মানুযায়ী you হয়েছে। বাকি অংশ not go বসেছে এবং কারণ নির্দেশক (because of raining) বাদ গেছে।
আবার,
They have succeeded for their hard work.
WH question: Why have they succeeded?
এখানে, কারণ নির্দেশক (for their hard work) থাকায় প্রথমে why বসেছে। প্রদত্ত sentence এ ব্যবহৃত to have verb (have) বসেছে। প্রদত্ত বাক্যের subject নিয়মানুযায়ী they হয়েছে। বাকি অংশ (succeeded)বসেছে এবং কারণ নির্দেশক (for their hard work) বাদ গেছে।
তদ্রুপ,
I am reading to pass.
WH question: Why are you reading?
এখানে, উদ্দেশ্য বা কারণ নির্দেশক (to pass) থাকায় ডঐ WH question ‘why’ দ্বারা করা হয়েছে। প্রদত্ত বাক্যে ব্যবহৃত to be verb (am) বসেছে। subject নিয়মানুযায়ী (you) বসেছে। বাকি অংশ (reading) বসেছে এবং উদ্দেশ্য বা কারণ নির্দেশক (to pass) বাদ গেছে।
More Examples:
Rohan has gone to bed to sleep.
WH question: Why has Rohan gone to bed?
The farmers are ploughing well for getting better crops.
WH question: Why are the farmers ploughing well?
My sister cannot go to college because she is ill.
WH question: Why can your sister not go to college?
Rule-2: কারণ বা উদ্দেশ্য নির্দেশক sentence কে WH question করার সময় যদি উক্ত sentence এ to do verb থাকে তবে-
১) প্রথমে why বসাতে হবে।
২) প্রদত্ত বাক্যে ব্যবহৃত do verb টির tense ও person অনুসারে do/does/did বসবে।
৩) প্রদত্ত বাক্যটি যদি negative হয়, তবে সেখানে ব্যবহৃত auxiliary verb do/does/did এর যেটি থাকবে সেটি why এর পর বসবে।
৪) নিয়মানুযায়ী কর্তা বসবে।
৫) বাকি অংশ sentence এর মূল verb থেকে) বসবে।
৬) কারণ বা উদ্দেশ্য নির্দেশক word/phrase বাদ যাবে।
৭) note of interrogation বসবে।
Examples:
He failed for his own carelessness.
WH question: Why did he fail?
এখানে, প্রদত্ত বাক্যে কারণ নির্দেশক (for his own carelessness) থাকায় why বসেছে। প্রদত্ত বাক্যে ব্যবহৃত do verb (failed) past tense বিধায় did বসেছে। subject (he) বসেছে। বাক্যে ব্যবহৃত do verb (failed)এর মূল form (fail) বসেছে, কারণ নির্দেশক (for his own carelessness) বাদ গেছে।
আবার,
She eats earlier as she feels hungry.
WH question: Why does she eat earlier?
এখানে, কারণ নির্দেশক (as she feels hungry) থাকায় why বসেছে। প্রদত্ত বাক্যে ব্যবহৃত do verb (eats) টি present tense (singular) এ থাকায় does বসেছে। নিয়মানুযায়ী subject বসেছে, বাক্যে ব্যবহৃত মূল verb (eats) এর present form বসেছে। বাকি অংশ বসেছে ও কারণ নিদের্শক (as she hungry) বাদ গেছে।
More Examples:
Sakib learns computer to get a good job.
WH question: Why does Sakib learn computer?
The child cried to get her mother.
WH question: Why did the child cry?
The chairman and the members sit together to find out a solution.
WH question: Why do the chairman and the members sit together?