Where দ্বারা WH questions তৈরি করার নিয়ম

Posted on 8th May 2020 03:28:12 AM Framing WH Questions


কোন স্থান, জায়গা, ক্ষেত্র সম্পর্কে জানার জন্য Where ব্যবহৃত হয়।
প্রদত্ত বাক্যে (assertive sentence) preposition (যথা-to, in, at, from ইত্যাদি) + noun word থাকলে তা দ্বারা স্থান বুঝায়, তবে অনেক সময় স্থান বাচক শব্দগুলো অন্য word  দ্বারাও শুরু হতে পারে।
উক্ত (preposition সহ) স্থান নির্দেশক শব্দগুলো where দ্বারা প্রশ্ন করার সময় বাদ যাবে।
প্রদত্ত বাক্যের কর্তা অপরিবর্তিত থাকবে। (তবে I /we পরিবর্তিত হয়ে you হবে)।
অনেক সময় where দ্বারা প্রশ্ন করলে শেষে from/on বসে।
Where দ্বারা প্রশ্ন করার নিয়ম হলো।

Rule-1: স্থান (in what place) নির্দেশক assertive sentence এ to be verb (am, is, are, was, were), to have verb (have, has, had) এবং modal auxiliary (can, could, should, would, may, might, shall, will, must ইত্যাদি) থাকলে-
১) প্রথমে where বসে।
২) প্রদত্ত sentence  এ ব্যবহৃত to be verb, to have verb অথবা modal auxiliary এর যেটি থাকবে, সেটি বসবে। (প্রদত্ত বাক্যের verb  থাকলে তা যে form এ আছে তা ঐ form থাকবে।
৩) প্রদত্ত  sentence এ subject বসবে।
৪) প্রদত্ত বাক্যের বাকি অংশ বসবে এবং কেবল স্থান বাচক শব্দগুলো বাদ যাবে (preposition সহ)
৫) শেষে note of interrogation বসবে।  

অর্থাৎ Structure: Where+ to be verb/have verb/modal auxiliary টি + subject + বাকি অংশ।

Examples:
Man is living in society.
WH question: Where is man living?

[ এখানে, In society স্থান নির্দেশ করছে। তাই, প্রদত্ত বাক্যটিকে Where দ্বারা প্রশ্ন করা যায়। নিয়ম অনুযায়ী প্রথমে Where বসেছে। তারপর প্রদত্ত বাক্যে ব্যবহৃত to have verb (is) বসেছে। Subject (man) বসেছে। বাকি অংশ living বসেছে এবং Where দ্বারা প্রশ্ন করলে প্রাপ্ত উত্তর (in society) বাদ গেছে। ]

আবার,
The players have gone to the field.
WH question: Where have the players gone?

[ এখানে, (to the field) স্থান নির্দেশ করছে। তাই, where দ্বারা প্রশ্ন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রথমে where বসেছে। তারপর প্রদত্ত বাক্যের ব্যবহৃত to have verb (have) বসেছে এবং বাক্যের subject (The players) বসেছে। তারপর প্রদত্ত বাক্যের মূল verb (gone) থেকে বাকি অংশ বসেছে এবং উত্তর নির্দেশিত স্থানবাচক শব্দগুচ্ছ (to the field) বাদ গেছে। ]

আবার,
Susmita will come from Keshbpur.
WH question: Where will Susmita come from?

[ এখানে, প্রথমে Where, প্রদত্ত  sentence এ ব্যবহৃত Modal auxiliary (will) প্রদত্ত sentence এ ব্যবহৃত Subject (Susmita) বাকি অংশ এবং স্থান নির্দেশক শব্দ (Keshbpur) গেছে। তবে শেষে preposition form টি এখানে বসেছে। ]

Rule-2: স্থান (in what place) নির্দেশক assertive (affirmative, এ to do verb থাকলে where দ্বারা প্রশ্ন করার সময়:
১) প্রথমে where বসে।
২) প্রদত্ত sentence এ ব্যবহৃত do verb টির জন্য person ও tense  নিয়ম অনুযায়ী do/does/did বসে।
৩) প্রদত্ত sentence টির subject নিয়মানুযায়ী বসবে।
৪) প্রদত্ত sentence টিতে ব্যবহৃত do verb টির মূল form বসবে।
৫) স্থান নির্দেশক শব্দগুচ্ছ (উত্তর বিধায়) বাদ যাবে।
৬) প্রদত্ত sentence এর বাকি অংশ বসবে।
৭) note of interrogation বসবে।  

Structure: Where + do/does/did + Subject + প্রদত্ত sentence টির মূল verb এর present form + বাকি অংশ (স্থান নির্দেশক শব্দ বাদ যাবে।)

She goes to college.
WH question: Where does she go?

এখানে, স্থানবাচক তথ্য (to college) থাকায় where প্রথমে বসেছে। sentence এ ব্যবহৃত do verb টির (goes) জন্য Person (third singular) ও present tense এ থাকায় does বসেছে। প্রদত্ত subject ‘she’ বসেছে। প্রদত্ত do verb (goes) এর মূল form(go) বসেছে, সময় নির্দেশক শব্দগুচ্ছ (to college) বাদ গেছে।

আবার,
We arrived in London last night.
WH question: Where did you arrive last night?

এখানে, স্থান নির্দেশক in London থাকায় শুরুতে where বসেছে। প্রদত্ত বাক্যে ব্যবহৃত do verb(arrived) past tense হওয়ায় did বসেছে। প্রদত্ত sentence এর subject (we) নিয়ম অনুযায়ী (you) হয়েছে। প্রদত্ত do verb (arrived) এর মূল form (arrive) বসেছে, বাকি অংশ (last night) বসেছে এবং স্থান নির্দেশক (in London) শব্দগুচ্ছ বাদ গেছে।

আবার,
The boys play in the ground.
WH question: Where do the boys play?

এখানে, প্রথমে where বসেছে। প্রদত্ত বাক্যে ব্যবহৃত to do verb (play) টি present tense ও plural number এ থাকায় do বসেছে। প্রদত্ত sentence এ subject (the boys) নিয়ম অনুযায়ী বসেছে। প্রদত্ত do verb (play) এর মূল form (play) বসেছে। স্থান নির্দেশক শব্দ (in the ground) বাদ গেছে।

More Examples:
They reached Khulna.
WH question: Where did they reach?

The teacher moves to the class room.
WH question: Where do the travelers pass?

এখন প্রদত্ত assertive টি negative form এ থকলে-
১) প্রথমে where বসে।
২) প্রদত্ত sentence এ ব্যবহৃত do/does/did বসে।
৩) নিয়মানুযায়ী subject বসে।
৪) প্রদত্ত sentence এ ব্যবহৃত negative word (যথা-no, not ইত্যাদি) থেকে বাকি অংশ বসে।
৫) স্থান নির্দেশক শব্দ গুচ্ছ (phrase) বাদ যায়।
৬) note of interrogation বসবে।

Examples:
He does not go to Khulna.
WH question: Where does he not go?

The Chairman did not sit on the chair.
WH question: Where did the Chairman not sit?

They do not work in a factory.
WH question: Where do they not work?