Posted on 8th May 2020 03:01:25 PM Tense
যে কাজটি ভবিষ্যৎকালে চলতে থাকিবে এমন বুঝাতে future continuous tense হয়। যেমন- আমি মাঠে খেলিতে থাকিবো।
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেথাকিবো, তেথাকিবা, তেথাকিবেন প্রভৃতি চিহ্ন থাকবে।
গঠন: Subject + shall / will + not + be + verb + ing + object + extra.
যেমন- She will be drawing the picture.
Neg: Subject + shall / will + not + be + verb + ing + object + extra.
যেমন- She will be not drawing the picture.
Int: Shall / will + subject + be + verb + ing + object + extra?
যেমন- Will she not be drawing the picture.
Neg + Int: Shall / will + subject + not + be + v + ing + object + extra?
যেমন- Will she not be drawing the picture.
Exercise:
১) তোমার জন্য তাহারা স্টেশনে অপেক্ষা করিতে থাকিবে। ২) পাখিরা কিচিরমিচির করিতে থাকিবে। ৩) তাহারা পুকুরে সাঁতার কাটিতে থাকিবে। ৪) আমরা কি গাড়ীটি মেরামত করিতে থাকিবোনা? ৫) আমি রাত ৯টায় টিভি দেখিতে থাকিবো।
Share on Facebook