Future Indefinite Tense

Posted on 8th May 2020 02:59:50 PM Tense


ভবিষ্যৎকালে কিছু ঘটবে এমন কিছু প্রকাশ করতে future indefinite tense হয়। যেমন- আমি তোমাকে সাহায্য করিবো। I shall help you.

চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে বে, বো, বা, বেন প্রভৃতি চিহ্ন থাকবে।

গঠন: Sub + shall / will + v + object + extra.
যেমন- I shall do the work tomorrow.

Neg: Shall / will + subject + not + v + object + extra?
যেমন- I shall not do the work tomorrow.

Int: Shall / will + sub + not + v + object + extra?
যেমন- Shall I not do the work tomorrow.

Neg + Int: Shall / will + sub + not + v + object + extra.
যেমন- Shall I not do the work tomorrow.

N.B:
i) সাধারণত 1st person এর পরে shall এবং অন্যান্য person এর পর will বসে।

ii) তবে বক্তার ইচ্ছা, প্রতিজ্ঞা, সংকল্প, ভীতিপ্রদর্শন, আদেশ, প্রতিশ্রুতি প্রভৃতি প্রকাশ করতে 1st person এর পর will 2nd  ও 3rd person এর পরে shall বসে।
যেমন- I will teach you a good leasson. (প্রতিজ্ঞা)
You shall be punished. (ভয়)

iii) কিন্তু বর্তমানে বা spoken ইংরেজীতে সর্বদা will ব্যবহার করা যায়।

iv) Shall / will ছাড়া আরো কিছু model auxiliary verb (যেমন-can, may, might, must, have to, should প্রভৃতি) এই tense এ ব্যবহৃত হতে পারে।
যেমন- It may rain. You have to finish the work in time.

Exercise:
১) আমি এ বৎসর পরীক্ষা দেব না। ২) সে পুকুরে গোসল করিবে? ৩) তুমি কি আমাদের জন্য অপেক্ষা করিবে না? ৪) আমি নিজেই সেখানে যাব। ৫) তুমি সেখানে কখনো যাবে না। ৬) আমি তাকে উচিৎ শিক্ষা দেব। ৭) সময় বলে দিবে কি করতে হবে। ৮) তুমি কি আমাকে টাকাটা দিবে না? ৯) সে অনুষ্ঠানে একটি কবিতা আবৃতি করবে। ১০) সে আমাদের ইংরেজী পড়াবে।



Recent Post

Categories