Posted on 9th Dec 2021 09:57:24 PM Essay, Composition
কোন ব্যক্তি, বস্তু, স্থান বা ঘটনা সম্বন্ধে যা বলার আছে, তা সাজিয়ে-গুছিয়ে ভাষায় প্রকাশ করার নামই হচ্ছে Essay Writing বা রচনা লেখা। রচনা লেখা অভ্যাস করা দরকার। ভাল রচনা লিখতে হলে লেখার ভাব, ভাষা ও সাজানোর কৌশল আয়ত্ত করতে হয়; নতুবা রচনা সুন্দর হয় না। রচনা লেখা অভ্যাস করতে হলে নিম্নলিখিত কথা কয়টি মনে রাখতে হবে :
Essay-গুলোকে প্রধানত তিন শ্রেণীতে ভাগ করা যায়; যথা-
1. Descriptive Essays : যেসব Essay-তে জীবজন্তু, উদ্ভিদ ও কৃষিজাত দ্রব্য, খনিজ দ্রব্য, বিজ্ঞানের আবিষ্কার ও স্থানের বর্ণনা থাকে, সেগুলোকে Descriptive Essays বলে; যেমন- The Cow, The Cat, The Crow, Rice, Jute, Paper, Television ইত্যাদি।
2. Reflective Essays : যেসব Essay-তে কোন চিন্তামূলক বিষয়ের আলোচনা থাকে, সেগুলোকে Reflective Essays বলে; যেমন- The Value of Time, Discipline, Punctuality ইত্যাদি।
3. Narrative Essays : যেসব Essay-তে জীবন চরিত্র, আত্মজীবনী, উৎসব, ঐতিহাসিক ঘটনা, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিবৃত থাকে, সেগুলোকে Narrative Essays বলে; যেমন- Hazrat Muhammad (Sm), Kazi Nazrul Islam, A Journey by Train, Eid Festivals ইত্যাদি।
Share on Facebook