How to write a Composition/Essay (কিভাবে রচনা লিখতে হয়)

Posted on 9th Dec 2021 09:57:24 PM Essay, Composition


কোন ব্যক্তি, বস্তু, স্থান বা ঘটনা সম্বন্ধে যা বলার আছে, তা সাজিয়ে-গুছিয়ে ভাষায় প্রকাশ করার নামই হচ্ছে Essay Writing বা রচনা লেখা। রচনা লেখা অভ্যাস করা দরকার। ভাল রচনা লিখতে হলে লেখার ভাব, ভাষা ও সাজানোর কৌশল আয়ত্ত করতে হয়; নতুবা রচনা সুন্দর হয় না। রচনা লেখা অভ্যাস করতে হলে নিম্নলিখিত কথা কয়টি মনে রাখতে হবে :

  1. যে বিষয় সম্বন্ধে রচনা লিখতে হবে, সে বিষয়ে যা কিছু জানার আছে, তা আগেই জেনে নিতে হবে।
  2. রচনার উপাদান সংগ্রহ করে সেগুলোকে সম্বন্ধ অনুসারে পরপর এমনভাবে সাজাতে হবে যেন সেগুলো এলোমেলো না হয়।
  3. এরপর এক একটি উপাদান নিয়ে এক একটি অনুচ্ছেদ (Paragraph) লিখতে হবে। একই ভাব বার বার প্রকাশ করবে না।
  4. যেসব কথায় রচনার মান বাড়ে না, কেবল রচনা দীর্ঘ হয়, এমন সব বাজে কথা লেখা যাবে না।
  5. কোন বিষয় বুঝাতে গিয়ে উদাহরণস্বরূপ অতি সংক্ষেপে কোন গল্প যোগ করা যেতে পারে। অর্থের মিল রেখে রচনার মধ্যে কোন কবি বা লেখকের রচনা তুলে দেওয়া যেতে পারে।
  6. রচনার ভাষা সহজ ও সুন্দর হওয়া দরকার।
  7. রচনার মধ্যে বানান বা ভাষাগত কোন রকম ভুল যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।

Essay-গুলোকে প্রধানত তিন শ্রেণীতে ভাগ করা যায়; যথা-

  1. Descriptive Essays (বর্ণনামূলক রচনা)
  2. Reflective Essays (চিন্তামূলক রচনা)
  3. Narrative Essays (কাহিনী বা ঘটনামূলক রচনা)

1. Descriptive Essays : যেসব Essay-তে জীবজন্তু, উদ্ভিদ ও কৃষিজাত দ্রব্য, খনিজ দ্রব্য, বিজ্ঞানের আবিষ্কার ও স্থানের বর্ণনা থাকে, সেগুলোকে Descriptive Essays বলে; যেমন- The Cow, The Cat, The Crow, Rice, Jute, Paper, Television ইত্যাদি।

2. Reflective Essays : যেসব Essay-তে কোন চিন্তামূলক বিষয়ের আলোচনা থাকে, সেগুলোকে Reflective Essays বলে; যেমন- The Value of Time, Discipline, Punctuality ইত্যাদি।

3. Narrative Essays : যেসব Essay-তে জীবন চরিত্র, আত্মজীবনী, উৎসব, ঐতিহাসিক ঘটনা, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিবৃত থাকে, সেগুলোকে Narrative Essays বলে; যেমন- Hazrat Muhammad (Sm), Kazi Nazrul Islam, A Journey by Train, Eid Festivals ইত্যাদি।



Recent Post

Categories