What দ্বারা WH questions তৈরি করার নিয়ম

Posted on 27th Apr 2020 04:42:56 PM Framing WH Questions


What দ্বারা ‘কি’ বুঝানো হয়। নিম্নলিখিত তথ্য জানার জন্য What দ্বারা প্রশ্ন করা হয়-

১. কি, কেন, কোনটি, কয়টি (বস্তুর ক্ষেত্রে)।
২. কোন ব্যক্তির পেশা, বয়স, পছন্দ বা অপছন্দ ইত্যাদি।
৩. সময় জানার জন্য।   
৪. কোন ব্যক্তির চরিত্র, চেহারা, বয়স, বস্তুর অবস্থা।
৫. কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, দূরত্ব ইত্যাদি।

উল্লেখ্য, What মূলত দুইভাবে ব্যবহৃত হয়। যেমন- ১) Subject হিসেবে, ২) Object হিসেবে।

মনে রাখতে হবে, What যখন Subject  হিসেবে বসবে, তখন প্রদত্ত বাক্যের Subject টি বাদ যাবে। সেখানে auxiliary verb হিসেবে কোন verb আগে বসবে না। What এর পর থেকে প্রদত্ত বাক্যের verb বসবে। যেমন-
The train is going.
WH question: What is going?

এখানে, ‘What’ WH word টি বসেছে প্রদত্ত বাক্যের subject (The train) এর পরিবর্তে। The train উত্তর বিধায় তা বাদ গেছে এবং প্রদত্ত বাক্যের Subject বাদ যাওয়ায় What এর পর প্রদত্ত sentence এর verb থেকে সব বসেছে।

আবার, What যখন Object হিসেবে বসে তখন What এর পর auxiliary verb + subject + বাকি অংশ নিয়মানুযায়ী বসে।

নিচে What কে Subject হিসেবে ব্যবহার করে WH প্রশ্ন করার নিয়ম ব্যাখ্যা করা হলো:      

Rule-1: কোন বাক্যের agent বা subject বস্তু হলে তার সম্পর্কে জানার জন্য what দ্বারা প্রশ্ন করার সময়-
১) প্রথমে what  বসে।
২) প্রদত্ত বাক্যের subject টি বাদ যায়।
৩) প্রদত্ত বাক্যে ব্যবহৃত to be verb, to have verb, modal auxiliary বা to do verb এর যেটি থাকবে, সেটিই বসবে।
৪) বাকি অংশ বসবে।
৫) note of interrogation বসবে।
 
অর্থাৎ structure টি হবে- what + (প্রদত্ত বাক্যের subject বাদ) + প্রদত্ত বাক্যে ব্যবহৃত verb + বাকি অংশ।

Examples:
Football is my favorite game.
WH question: What is your favorite game?

A train runs faster than a bus.
WH question: What runs faster than a bus?

This shirt will suit here.
WH question: What will suit here?

Her father’s illness made him sad.
WH question: What made him sad?

Rule-2: প্রদত্ত Sentence এর predicate অংশ ব্যবহৃত object সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য what দ্বারা প্রশ্ন করার সময়-
১) প্রথমে  what বসে।
২) নিয়মানুযায়ী প্রদত্ত sentence এ ব্যবহৃত (to be, verb, to have verb) modal auxiliary, to do verb) verb এর auxiliary form বসবে।
৩) বাকি অংশ বসবে।
৪) what এর উত্তর নির্দেশক word/phrase বাদ যাবে।
৫) note of interrogation বসবে।

Examples:
I want a pen.   
WH question: What do you want?

এখানে, predicate অংশে object (a pen) সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তাই, প্রথমে what বসেছে। প্রদত্ত বাক্যে ব্যবহৃত verb টি (do verb অর্থাৎ went) থাকায় tense অনুসারে do বসেছে। নিয়মানুযায়ী subject (you) বসেছে। প্রদত্ত sentence এ ব্যবহৃত verb টির মূল form (went) বসেছে।

আবার,
They saw a tiger.
WH question: What did they see?

Susan is driving a cycle.
WH question: What is Susan driving?

The girl has taken a pot.
WH question: What has the girl taken?

You must handle everything.
WH question: What must you handle?

Bangladesh wins the match.
WH question: What does Bangladesh win?

More Points to Remember:
What দ্বারা প্রশ্ন করার সময় আরও মনে রাখতে হবে-   
১) what সাধারণত singular বা plural এর ক্ষেত্রে বসে।
২) what দ্বারা কোন ব্যক্তির চেহারা বা চরিত্র জানতে চাওয়ার সময় শেষে like শব্দটি বসাতে হয়। যেমন-

Risa is very amiable.
WH question: What is Risa like?

Abdullah is very brilliant.
WH question: What is Abdullah like?

আবার, বস্তুর অবস্থা (condition) জানার ক্ষেত্রেও what দ্বারা প্রশ্ন করার সময় শেষে like শব্দটি বসাতে। যেমন-
The day is very cold.
WH question: What is the day like?

The mobile set is highly expensive.  
WH question: What is the mobile set like?

মূলত এক্ষেত্রে what দ্বারা প্রশ্ন করলে structure টি হবে- What + am / is / are / was / were + subject + like.

৩) কোন সময়, দৈর্ঘ্য ইত্যাদি জানার ক্ষেত্রে What + time / date / age / length + auxiliary verb + subject বাকি অংশ বসে থাকে। যেমন-
It is seven o’clock now.
WH question: What time is it now?

The woman is seventy years old.
WH question: What age is the woman?

The wall is ten feet deep.  
WH question: What length is the wall?

৪) কোন adjective কর্তৃক noun কে বিশেষিত হলে What kind of + সেই noun টি + auxiliary verb + subject এর P.p.+  বাকি অংশ বসে। যেমন-
He likes green colour.
WH question: What kind of colour does he like?

My father hated dishonest people.
WH question: What kind of people did your father hate?

What অনেক সময় কেন (why) অর্থ প্রকাশ করে। what… for ব্যবহৃত হয়। যেমন-
He went to read.
WH question: What did he go for?

The shopkeepers open their shops to sell goods.
WH question: What do the shopkeepers open their shops for?

The govt. has taken massive plans to help the Sidr devastated people.
WH question: What has the govt. taken massive plans for?