My Friend Essay in English & Bengali for Class 3

Posted on 5th Feb 2022 12:59:35 AM Essay, Composition


Introduction : I am student in Class Three. I have a friend. He also reads in my class. His name is Mahmud. Mahmud is one of the best friends of mine.

Qualities : Mahmud is a good student. He is also a good sportsman. He is intelligent. He is very active. He is liked by all. He always does well in the examinations. He is kind to poor and the helpless.

Reasons of choice : He has such qualities which charmed me much at the first sight. He is faithful. He is so sincere to me that he keeps nothing hidden in him to me. He stands by me at the time of my need. So, I choose him as my friend.

Conclusion : I am proud that I have a good friend like him. He loves me very much. I also love him so.

আমার বন্ধু রচনা

সূচনা : আমি তৃতীয় শ্রেণীর একজন ছাত্র। আমার একজন বন্ধু আছে। সেও আমার শ্রেণীতে পড়ে। তার নাম মাহমুদ। আমার সহপাঠিদের মধ্যে মাহমুদ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু।

গুণাবলী : মাহমুদ একজন ভালাে ছাত্র। সে একজন ভালাে খেলােয়াড়ও। সে বুদ্ধিমান সে খুবই কর্মঠ। সে সবার প্রিয়। সে সব পরীক্ষায় ভালাে করে। সে গরীব ও অসহায় মানুষের প্রতি দয়াবান।

পছন্দের কারণ : তার এমন গুণ আছে, যা আমাকে খুবই মুগ্ধ করেছিল। সে বিশ্বস্ত। সে আমার প্রতি এমন আন্তরিক যে সে আমার কাছে কিছুই গােপন করে না। সে আমার প্রয়ােজনে আমার পাশে এসে দাঁড়ায়। তাই, আমি তাকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করি ।

উপসংহার : তার মতাে বন্ধু পেয়ে আমি গর্বিত। সে আমাকে অত্যন্ত ভালােবাসে। আমিও তাকে তেমনি ভালােবাসি।



Recent Post

Categories