Paper Essay in English & Bengali for Class 3

Posted on 5th Feb 2022 07:28:14 PM Essay, Composition


Introduction : Paper is a very useful thing. We cannot think of modern life without paper.

How made : Paper is made from bamboo, straw, rag, wood etc. These are boiled and made into pulp. There are many paper mills in Bangladesh.

Kinds : There are many kinds of paper. They differ from size, colour and quality.

Usefulness : paper is used in writing and printing books. It is used in all schools, colleges and offices.

Conclusion : We cannot go for a day without paper. Paper helps spread of education and culture.

কাগজ রচনা

সূচনা : কাগজ একটি অতি প্রয়ােজনীয় জিনিস। কাগজ ছাড়া আমরা বর্তমানে জীবনকে চিন্তা করতে পারি না।

কিভাবে তৈরি হয় : কাগজ বাঁশ, খড়, ছেড়া বস্ত্র কাঠ ইত্যাদি দিয়ে তৈরি হয়। এগুলাে সিদ্ধ করে মন্ড তৈরি করা হয়। মন্ড থেকে কাগজ তৈরি হয়। বাংলাদেশে অনেক কাগজের কল আছে।

প্রকারভেদ : কাগজ বিভিন্ন ধরনের। আকারে বর্ণে ও গুণে কাগজ বিভিন্ন ধরনের হয়।

উপকারিতা : কাগজ ছাপার ও লেখার কাজে ব্যবহৃত হয়। ইহা সমস্ত স্কুল, কলেজ, অফিস এবং আদালতে ব্যবহৃত হয়।

উপসংহার : কাগজ ছাড়া আমরা একদিনও চলতে পারি না । কাগজ শিক্ষা ও কৃষ্টি বিস্তারে সাহায্য করে।