Posted on 8th May 2020 02:46:01 PM Tense
যে কাজটি কিছুকাল পূর্বে শুরু হয়েছে এখনও চলছে এবং কিছুকাল চলবে এমন বুঝাতে verb এর যে tense হয় তাকে Present perfect continuous বলে। যেমন- আমি তিন দিন ধরে এই উপন্যাসটি পড়িতেছে।
চিনিবার উপায়: i) বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছেন, প্রভৃতি চিহ্ন থাকবে। ii) সময় এর উল্লেখ থাকবে। যেমন- তিন দিন ধরে; ১৯৯০ সাল প্রভৃতি।
গঠন: Subject + hav / has + been + ving + obj + ext + for / since + time?
যেমন- I have not been reading a book for three hours.
Neg: Sub + have / has + not + been + ving + obj + ext + for / since + time?
যেমন- I have not been reading a book for three hours.
Int: Have / Has + sub + been + ving + obj + ext + for / since + time?
যেমন- Have I been reading a book for three hours?
Neg + Int: Have / Has + sub + not + been + ving + obj + ext + for / since + time?
যেমন- Have I not been reading a book for three hours?
Exercise:
১) ফিরোজ কি সাত দিন যাবৎ জ্বরে ভূগিতেছে? ২) সন্ধ্যা ৭টা হতে সে ভাত রাঁধিতেছে। ৩) সকাল ১০ হতে তুমি কি অংক কষিতেছনা? ৪) আমি দুঘন্টা যাবৎ তোমার জন্য অপেক্ষা করিতেছি। ৫) বালকগুলি সকাল হতে সাঁতার কাটিতেছে। ৬) সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। ৭) দশ বছর যাবৎ সে ঢাকাতে আছে। ৮) আমরা বিকাল ৫টা হতে ছবিটি দেখিতেছি। ৯) সে কি তিন ঘন্টা ধরে ঘুমাইতেছে? ১০) এক সপ্তাহ হতে তারা নালাটি খনন করিতেছে।
Share on Facebook