Posted on 8th May 2020 02:41:24 PM Tense
বর্তমানে চলিতেছে এমন কিছু নির্দেশ করতে verb এর যে রূপ হয় তাকে Present continuous tense বলে। যেমন- আমরা সাঁতার কাঁটিতেছি। We are swimming. সে স্কুলে যাইতেছে। He is going to school.
N.B: অনেক সময় নিকট ভবিষ্যতে কোন ঘটনা ঘটতে যাচ্ছে এমন কিছু বুঝাতে present continuous tense হয়। যেমন- আমি আগামী কাল ঢাকা যাচ্ছি / যাবো। I am going to Dhaka tomorrow.
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছেন, ছি, ছো, প্রভৃতি চিহ্ন থাকবে।
গঠন: Subject + am / is / are + verb + ing + obj / com / adjunct.
যেমন- আমরা তাস খেলিতেছি। We are playing cards.
Nagetive: subject + am / is / are + not + verb + ing+ obj / com / adjunct.
যেমন- We are not playing cards.
Interrogative: Am / Is /Are + sub + verb + verb + ing + obj / come / adjunct?
যেমন- Are we playing cards?
Neg + Int: Am / Is / Are + sub + not + verb + ing + obj / com/ adjunct?
যেমন- Are we not playing cards?
Exercise:
১) পাখিগুলো নীল আকাশে উড়েতেছে। ২) আমি একটি পাখি দেখিতেছি। ৩) মেয়েটি কি মঞ্চে নাচিতেছে? আমি এই গ্রামে বাস করিতেছি। ৫) জলিল এ বৎসর পরীক্ষা দিবে না। ৬) কুকুরটি ঘেউ ঘেউ করিতেছে। ৭) তুমি কি আমাকে শুনিতেছ না? ৮) তারা তাস খেলিতেছে। ৯) পাখিগুলো কিচির মিচির করিতেছে। ১০) সে কোরআন শরীফ তেলাওয়াত করিতেছে।
Share on Facebook