Present Continuous Tense

Posted on 8th May 2020 02:41:24 PM Tense


বর্তমানে চলিতেছে এমন কিছু নির্দেশ করতে verb এর যে রূপ হয় তাকে Present continuous tense বলে। যেমন- আমরা সাঁতার কাঁটিতেছি। We are swimming. সে স্কুলে যাইতেছে। He is going to school.

N.B: অনেক সময় নিকট ভবিষ্যতে কোন ঘটনা ঘটতে যাচ্ছে এমন কিছু বুঝাতে present continuous tense হয়। যেমন- আমি আগামী কাল ঢাকা যাচ্ছি / যাবো। I am going to Dhaka tomorrow.

চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছেন, ছি, ছো, প্রভৃতি চিহ্ন থাকবে।

গঠন: Subject + am / is / are + verb + ing + obj / com / adjunct.
যেমন- আমরা তাস খেলিতেছি। We are playing cards.

Nagetive: subject + am / is / are + not + verb + ing+ obj / com / adjunct.
যেমন- We are not playing cards.

Interrogative: Am / Is /Are + sub + verb + verb + ing + obj / come / adjunct?
যেমন- Are we playing cards?

Neg + Int: Am / Is / Are + sub + not + verb + ing + obj / com/ adjunct?
যেমন- Are we not playing cards?

Exercise:
১) পাখিগুলো নীল আকাশে উড়েতেছে। ২) আমি একটি পাখি দেখিতেছি। ৩) মেয়েটি কি মঞ্চে নাচিতেছে? আমি এই গ্রামে বাস করিতেছি। ৫) জলিল এ বৎসর পরীক্ষা দিবে না। ৬) কুকুরটি ঘেউ ঘেউ করিতেছে। ৭) তুমি কি আমাকে শুনিতেছ না? ৮) তারা তাস খেলিতেছে। ৯) পাখিগুলো কিচির মিচির করিতেছে। ১০) সে কোরআন শরীফ তেলাওয়াত করিতেছে।