Present Perfect Tense

Posted on 8th May 2020 02:43:44 PM Tense


এই মাত্র যে কাজ শেষ হয়েছে বা কিছুক্ষণ পূর্বেই শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বা প্রতিক্রিয়া এখনও বিদ্যামান এমন কিছু বুঝাতে Present perfect tense হয়। যেমন- আমি আমার খাবার খাইয়াছি। I have taken my meal.

চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে য়াছি, য়াছ, য়াছেন, প্রভৃতি চিহ্ন থাকে।

N.B: Negative অর্থে করিনাই, খাইনাই, যায়নি, প্রভৃতি চিহ্ন থাকে। যেমন- আমি তাজমহল দেখিনাই। I have not visited the Tajmahal.

গঠন: Subject + have / has + v.p.p.f + object/ adjunct.
যেমন- I have done my duty.

Negative: sub + have / has + not+ v.p.p.f + obj / adjunct.
যেমন- I have not done my duty.

Interrogative: Have / Has + sub + v.p.p.f + obj / adjunct.
যেমন- Have I done my duty?

Neg + Int: Have / Has + sub + not + v.p.p.f + obj / adjunct.
যেমন- Have I not done my duty?

N.B: Stative verb এর কারণে যেখানে Present perfect continuous tense ব্যবহার করা সম্ভব হয় না সেখানে Present perfect tense হয়। যেমন-
আমি তাকে ২০ বছর ধরে চিনি। I have known him for 20 years.
আমি নাটরে অনেক দিন ধরে আছি। I have been at Natore for a long time.

Exercise:
১) আমি আমার দায়িত্ব পালন করিয়াছি। ২) সে কি তোমাকে খবরটি দিয়েছে? ৩) সে তার খাবার খায় নাই। ৪) আমি তাকে বার বার নিষেধ করেছি। ৫) সে এখনও টাকাটা ফেরত দেয়নি। ৬) বিচারক চোরটিকে যথেষ্ট শাস্তি দিয়েছে। ৭) আমরা তাকে নেতা বানিয়েছি। ৮) সৃষ্টিকর্তা এই পৃথিবী সৃষ্টি করেছেন। ৯) তুমি কি বাগানে পানি দিয়েছ?