Posted on 8th May 2020 02:35:18 PM Tense
যে tense দ্বারা বর্তমান কালের স্বাভাবিক ঘটনা, অভ্যাস, চিরসত্য ঘটনা, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক বর্তমান প্রভৃতি নির্দেশ করা হয় তাকে Present indefinite tense বলে। যেমন-
i) বরফ পানিতে ভাসে। Ice floats on water.
ii) আমি ভাত খাই। I eat rice.
iii) বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়। Bangladesh becomes independent in 1971.
চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে এ, অ, আ, য়, ই প্রভৃতি চিহ্ন থাকে। যেমন- ভাসে, খাই, হয়।
গঠন: Subject + verb + object / complement / adjunct.
N.B: subject যদি 3rd person singular number হয় তবে verb এর সাথে s/es যোগ করতে হয় এবং verb টির শেষে যদি ‘y’ থাকে তবে ‘y’ বাদ দিয়ে ies যোগ হয়। যেমন- The boy cries laways.
Nagative গঠন: Sub + do / does + not + verb + obj / com / adjunct?
যেমন- The boy does not cry always.
Interrogative গঠন: Do / does / sub / verb / obj / come / adjunct?
যেমন- Does the boy not cry always.
Neg + Int গঠন: Do / does + sub + not + verb + object / com / adjunct?
যেমন- Does the boy not cry always?
Exercise:
১) সে সাধারণত চা খায় না। ২) তুমি কি ফুল ভালোবাস? ৩) লোকটি খাঁটি দুধ বিক্রয় করে। ৪) আমরা প্রতিদিন এই নদীতে সাঁতার কাটি। ৫) ফিরোজ প্রতিদিন ছাঁদে ঘুড়ি উড়ায়। ৬) সে গরীবদের সাহায্য করে না। ৭) পলাশীর যুদ্ধে ১৭৫৭ সালে সংগঠিত হয়। ৮) আকাশ হয় নীল। ৯) বরফ পানিতে ভাসে। ১০) সময় ও স্রোতে কারো জন্য অপেক্ষা করে না। ১১) গরীবেরা দিন আনে দিন খায়। ১২) সুখ ও দুঃখ পালাক্রমে আসে। ১৩) প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। ১৪) মানুষ মরণশীল। ১৫) দুয়ে দুয়ে চার হয়।
Share on Facebook