Tense (কাল) কাকে বলে?

Posted on 8th May 2020 02:28:21 PM Tense


Verb শেষ হওয়ার সময় বা কাল কে tense বলে। অর্থাৎ ক্রিয়া কখন শেষ হয় বা হয়েছিল বা হবে তা নির্দেশ করতে ক্রিয়া বা verb এর যে রূপ হয় তখন তাকে tense বলে। যেমন-

আমি গান গাই। (বর্তমান) I sing a song.

আমি গান গেয়েছিলাম। (অতীত) I sang a song.

আমি গান গাইব। (ভবিষ্যৎ) I will sing a song.

অতএব, verb শেষ হওয়ার কাল বা সময় তিন পর্যায়ের। সুতরাং tense তিন প্রকার। যথা- i) Present tense, ii) Past tense, iii) Future tense.

আবার প্রতিটি tense কে চারটি ভাগে ভাগ করা হয়েছে। অতএব tense মোট (৩x৪) = ১২ প্রকার। নিচে পর্যায়ক্রমে এদের বিস্তারিত আলোচনা করা হলো।

N.B: Tense ভালোভাবে আয়ত্ব করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো ভালোভাবে জানা প্রয়োজন। সে জন্য নিচে প্রদত্ত বিষয়গুলো আয়ত্ব করার জন্য দরকার- (a) person, (b) verb (strong & weak), (c) subject, object, complement, adjunct, (d) preposition.