Rivers of Bangladesh | বাংলাদেশের নদনদী | সাধারণ জ্ঞান - বাংলা

Posted on 22nd Aug 2022 11:06:44 PM General Knowledge


বহুসংখ্যক নদী থাকার জন্য বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। ছোট-বড় মিলে প্রায় ৭০০টি নদী আছে। পদ্মা বাংলাদেশের জাতীয় নদী। 

প্রশ্ন: বাংলাদেশের প্রধান নদনদীসমূহ কি কি?
উত্তর: বাংলাদেশের বৃহৎ নদী হিসেবে কয়েকটি নদীর নাম উল্লেখ করা যায়। নদীসমূহ হচ্ছে- পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলি, শীতলক্ষ্যা, গোমতী ইত্যাদি।

প্রশ্ন: বাংলাদেশের র্দীঘতম, প্রশস্ততম ও নাব্য নদী কোনটি?
উত্তর: মেঘলা (৩৩ কি.মি.) এবং ভোলার নিকট ১২ কি. মি. প্রশস্ত।

প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?
উত্তর: ব্রহ্মপুত্র। 

প্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কি? 
উত্তর: গোবরা (৪ কি.মি.)।

প্রশ্ন: বাংলাদেশেই উৎপত্তি ও সমাপ্তি নদী কি কি? 
উত্তর: হালদা ও সাংগু। 

প্রশ্ন: বাংলাদেশের খরশ্রোতা নদীর নাম কি? 
উত্তর: কর্ণফুলী। 

প্রশ্ন: বাংলাদেশের কোন নদীতে জোয়ার ও ভাটা হয় না? 
উত্তর: গোমতী (কুমিল্লা)। 

প্রশ্ন: বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করছে কোন নদী?
উত্তর: নাফ। 

প্রশ্ন: মায়ানমার থেকে বাংলাদেশে আসা অভিন্ন নদী কয়টি?
উত্তর: ৩টি যথা- নাফ, মাতামুহুরী ও সাঙ্গু।

প্রশ্ন: বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী একমাত্র নদীর নাম কি?
উত্তর: কুলিখ। 

প্রশ্ন: পদ্মা নদী কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত?
উত্তর: ৪টি (চীন, নেপাল, ভারত ও বাংলাদেশ)।

প্রশ্ন: নদীশিকস্তি এবং নদীপয়স্তি কি? 
উত্তর: নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ নদীশিকস্তি এবং নদীতে চর জাগলে যারা চাষাবাদ করে তাহাই নদীপয়স্তি। 

প্রশ্ন: পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
উত্তর: গোয়ালন্দ।

প্রশ্ন: পদ্মা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে?
উত্তর: চাঁদপুর।

প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে?
উত্তর: ভৈরব বাজার।

প্রশ্ন: সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে?
উত্তর: হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জে এবং এখান থেকে মেঘনা নাম ধারন করে। 

প্রশ্ন: সুরমা ও কুশিয়ারা কোন নদীর শাখা?
উত্তর: আসামের বরাক নদীর শাখা। 

প্রশ্ন: টিপাইমুখ বাঁধ কোন নদীর উপর?
উত্তর: বরাক নদী (ভারতের মনিপুর রাজ্য)।

প্রশ্ন: আশুগঞ্জ নৌবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: আখাউড়া।

প্রশ্ন: রূপলাল সাহার নামানুসারে কোন নদীর নামকরণ করা হয়েছে ?
উত্তর: রূপসা নদী (খুুলনা)।

প্রশ্ন: বালিশিরা ভ্যালি কোন জেলায়?
উত্তর: মৌলভী বাজার।

প্রশ্ন: ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কয়টি?
উত্তর: ৫৭টি।

প্রশ্ন: মায়ানমার থেকে আগত অভিন্ন নদী কয়টি ও কি কি?
উত্তর: ৩টি যথা- সাংগু (বান্দরবান), মাতামুহুরী (বান্দরবান), নাফ (কক্সবাজার)।