Posted on 26th Apr 2020 06:27:17 AM Framing WH Questions
How দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর প্রকৃতি বা ধরন অথবা কিভাবে কার্যসম্পাদিত হয় (in what way) তা বুঝা যায়। এছাড়াও How অনেক অর্থ প্রকাশ করে। How দ্বারা প্রশ্ন করার সময় মনে রাখতে হবে-
Rule-1: কিভাবে (in what way) এ প্রশ্ন জিজ্ঞাসা করলে-
i. প্রথমে how বসে।
ii. auxiliary verb বসবে (to be verb, to have verb, modal auxiliary, do verb এর নিয়ম অনুসারে)।
iii. subject বসবে।
iv. বাকি অংশ বসবে।
v. প্রশ্নের উত্তরটি বাদ যাবে।
vi. note of interrogation বসবে।
Examples:
He did it carefully.
WH question: How did he do it?
They come by bus.
WH question: How do they come?
He will succeed through hard labor.
WH question: How will he succeed?
She is reading attentively.
WH question: How is she reading?
Rule-2: কত দাম বুঝালে how much প্রথমে বসায়ে নিয়মানুযায়ী প্রশ্ন তৈরি করতে হয় ও দামের পরিমাণটি বাদ যায়। যেমন-
I bought it at Tk. 50.
WH question: How much did you buy it?
This shirt will cost TK. 2000.
WH question: How much will this shirt cost?
Rice is being sold TK. 30 per kg.
WH question: How much is rice being sold per kg?
Rule-3: কোন পরিমাণ গোনা গেলে how many এবং পরিমাণ গোনা না গেলে how much দ্বারা প্রশ্ন করা হয়। যেমন-
I carried two books.
WH question: How many books did you carry?
(উল্লেখ্য, এক্ষেত্রে শুধু পরিমাণের সংখ্যাটি বাদ যাবে)
They have eaten a lot.
WH question: How much have they eaten?
He will spend a lot of money.
WH question: How much money will he spend?
Rule-4: কোন ব্যক্তির বয়স বুঝাতে how দ্বারা প্রশ্ন করার সময়:
i. প্রথমে how old বসে।
ii. নিয়মানুযায়ী auxiliary verb বসে (পূর্বে বর্ণিত নিয়ম অনুযায়ী)
iii. বয়স বাচক শন্দ বা সংখ্যা বাদ সায়।
iv. note of interrogation বসে।
Examples:
The boy is ten years old.
WH question: How old is the boy?
My grandmother was a woman of 70.
WH question: How old was your grandmother?
Rule-5: কোন কিছুর দূরত্ব সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করার সময়-
প্রথমে how far/how long বসে।
নিয়মানুযায়ী auxiliary verb বসে।
subject বসে।
বাকি অংশ বসবে।
Example:
Our college is ten miles from our village.
WH question: How far/How long is your college from your village?
Cox’s Bazar sea beach is 120 k.m.
WH question: How long is Cox’s Bazar sea beach?
Rule-6: (বছর, মাস, দিন ইত্যাদি) দীর্ঘ সময়, একটানা নির্দেশিত কোন সময় বুঝাতে প্রশ্ন করার সময়-
i. প্রথমে how long বসে।
ii. নিয়মানুযায়ী auxiliary verb বসে।
iii. subject বসে।
iv. বাকি অংশ বসবে।
Examples:
I have been living in Meherpur for four years.
WH question: How long have you been living in Meherpur?
They have been waiting for half an hour.
WH question: How long have they been waiting?
আবার,
কোন দৈর্ঘ্য বুঝাতে = How long
কত গভীরতা বুঝাতে = How deep
কত দ্রুত বুঝাতে = How fast
কত ঠান্ডা বুঝাতে = How cold
কত বিস্তৃত বুঝাতে = How wide
কত ধীরে বুঝাতে = How slow
কত ঘন ঘন বুঝাতে = How often
Examples:
This stick is seven feet long.
WH question: How long is this stick?
The girl writes to her father every week.
WH question: How often does the girl write to her father?
The car runs 70 k. m. per hour.
WH question: How fast does the car run per hour?
Rule-7: শারীরিক কুশলাদি সম্পর্কে জানতে চাওয়ার জন্য How ব্যবহার করা হয়। যেমন-
I am fine.
WH question: How are you?
Fine, Thank you.
WH question: How are you?