Posted on 26th Apr 2020 05:24:42 AM Framing WH Questions
Which দ্বারা প্রশ্ন তৈরির নিয়ম:
i. Which অর্থ হলো কোনটি।
ii. Which ইতর প্রাণী, শিশু বা বস্তুবাচক noun বা pronoun এর পরিবর্তে আসে।
iii. Which সাধারণত subject এবং object এর পরিবর্তে বসে।
iv. noun এর পূর্বে adjective, adverb বা possessive থাকলে তার পরিবর্তে which বসে। আর্থাৎ কোন thing/animal সম্পর্কে ব্যবহৃত modifier এর উপর প্রশ্ন করার জন্য which ব্যবহার করা হয়।
v. which subject হিসেবে কখনও একা বসে না। which এর পর এটি noun word বসে।
vi. which যখন subject হিসেবে বসে তখন প্রদত্ত sentence এ verb এর অবস্থানের কোন পরিবর্তন হয় না।
Which দ্বারা প্রশ্ন তৈরিকরণ:
Rule-1: which যখন subject হিসেবে বসে, তখন-
i. which + subject টির headword (noun) টি বসবে। headword (noun) এর পূর্বের word/words (determine/modifier) বাদ যাবে।
ii. প্রদত্ত Sentence টির verb টি অপরিবর্তিত অবস্থায় বসবে।
iii. বাকি অংশ নিয়মানুযায়ী বসবে।
iv. note of interrogation বসবে।
Examples:
The red cow gives us milk.
WH question: Which cow gives you milk?
[এখানে, লাল গরুটি আমাদের দুধ দেয়। which দ্বারা প্রশ্ন করলে দাঁড়ায়- কোন গরুটি? অর্থাৎ cow এর আগের the red শব্দগুচ্ছ বাদ যাবে। অর্থাৎ which এর পর cow বসেছে এবং verb অপরিবর্তিত অবস্থায় থেকে বাকি অংশ বসেছে।]
আবার,
The Bangladeshi garment has earned world-wide popularity.
WH question: Which garment has earned world-wide popularity?
Rule-2: Which দ্বারা যখন object কে নিয়ে প্রশ্ন করা হয় তখন-
i. which + object অংশের noun word টি বসে। object এর পূর্বের adjective বাদ যাবে।
ii. নিয়মানুযায়ী auxiliary বসে।
iii. প্রদত্ত sentence এর subject নিয়মানুযায়ী বসে।
iv. বাকি অংশ বসে।
Examples:
He will go by the Padma Express.
WH question: Which shirt does he like?
Rule-3: Subject হিসেবে which কে প্রথমে বসিয়েও প্রশ্ন করা যায়। যেমন-
Hamlet is very interesting.
WH question: Which is very interesting?
Honesty is the best policy.
WH question: Which is the best policy?
Rule-4: আলাদা বা তুলনামূলক আনন্দ, পছন্দ নির্ণয়ের ক্ষেত্রে Which+of+noun word/phrase+verb দ্বারা প্রশ্ন করা হয়।
Examples:
Of all the poets. I like Zasim Uddin most.
WH question: Which of the poets do you like most?
The youngest of the two sisters got married.
WH question: Which of the two sisters got married?