The Cow Essay in English & Bangla for Class 3

Posted on 19th Dec 2021 10:26:35 PM Essay, Composition


Introduction: The cow is a domestic animal. It is very useful to us.

Description: The cow is a four-footed animal. It has a large body covered with short fur. It has two ears, two horns, two eyes and a long tail. Its hoofs are divided in the middle. It lives on grass, straw and leaves of trees. It is very gentle in nature.

Usefulness: The cow gives us milk. Ghee, butter, curd and sweets are prepared from milk. Shoes and bags are made of its skin. Cow dung is a good manure.

Conclusion: The cow is very useful animal. So we should take care of it.

(গরু রচনা)

সূচনা: গরু একটি গৃহপালিত প্রাণী। এটি আমাদের খুব উপকারী বন্ধু।

বর্ণনা: গরু চতুষ্পদ প্রাণী। ছােট ছােট লােমে আবৃত এর একটি বিশাল দেহ আছে। এর দুটি কান, দুটি শিং দুটি চোখ ও একটি লম্বা লেজ আছে। এর খুর মাঝখানে বিভক্ত। এটি ঘাস, খৈল এবং গাছের পাতা খেয়ে জীবনধারণ করে। এটি খুব নিরীহ প্রকৃতির।

উপকারিতা: গরু আমাদের দুধ দেয়। ঘি, মাখন, দই ও মিষ্টি দুধ থেকে প্রস্তুত হয়। এর চামড়ায় তৈরি হয় ব্যাগ ও জুতা। গােবর একটি উত্তম সার।

উপসংহার: গরু খুব উপকারী প্রাণী। তাই এর প্রতি আমাদের যত্ন নেয়া উচিত।