Essay on the Dog in English & Bangla for Class 3

Posted on 19th Dec 2021 10:38:14 PM Essay, Composition


Introduction: The dog is a faithful animal. It lives in our houses.

Description: The dog is a four-footed animal. Its body is covered with short hair. It has two ears, two eyes and a short tail. Its teeth are sharp. The dog lives on flesh, fish, rice, bread and bones. It is faithful by nature. It barks at the strangers.

Usefulness: The dog is very useful to us. It watches its master's house. It is ready to die for its master.

Conclusion: The dog is a good friend of ours. So we should treat it well.

(কুকুর রচনা)

সূচনা: কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। এটি আমাদের বাড়িতে বাস করে।

বর্ণনা: কুকুর চতুষ্পদ প্রাণী। এর শরীর ছােট ছােট লােমে আবৃত। এর দুটি কান, দুটি চোখ এবং একটি ছোট লেজ আছে। এর দাঁত ধারালাে। কুকুর মাংস, মাছ, ভাত, রুটি ও হাড়গােড় খেয়ে জীবনধারণ করে। এটি বিশ্বস্ত প্রকৃতির। আগন্তুক দেখলে এটি ঘেউ ঘেউ করে।

উপকারিতা: কুকুর আমাদের খুবই উপকারী। এটি তার প্রভুর বাড়ি পাহারা দেয়। প্রভুর জন্য এরা জীবন দিতে প্রস্তুত।

উপসংহার: কুকুর আমাদের ভালাে বন্ধু। তাই আমাদের উচিত এদের প্রতি সদয় ব্যবহার করা।