Posted on 4th Feb 2022 11:46:04 PM Essay, Composition
Description : The dog is a domestic pet animal. It has four legs, two eyes and a long mouth. It has sharp teeth Its tail is coiling. Its body is covered with fur.
Kinds : There are many kind of dogs. Some dogs are white, some are black and some are mixed colour.
Where found : The dog is found all over the world. Wild dogs are found in the forests.
Food : The dog eats meat and rice. It also eats flesh.
Nature : The dog has a strong sense of smell. The bitch gives birth to many puppies at a time. It barks at an unknown person.
Usefulness : The dog watches our house at night. Thieves cannot enter into our house. It is used by the police and the hunter.
Conclusion : The dog is very intelligent. There are many strange stories about dogs. We should be kind to the dog.
কুকুর রচনা
বর্ণনা : ককুর একটি গৃহপালিত পােষা প্রাণী। এর চারটি পা, দুটি কান, দুটি চোখ ও একটি লম্বা মুখ আছে । এটির দাঁত ধারালাে । এর লেজ বাঁকা। এর শরীর লােমে ঢাকা।
প্রকার : অনেক প্রকারের কুকুর আছে। কোনটা সাদা, কোনটা কালাে এবং কোনটা মিশ্রিত বর্ণের।
কোথায় পাওয়া যায় : সারা পৃথিবীতে কুকুর দেখা যায়। বনে হিংস্র কুকুর পাওয়া যায়।
খাদ্য : কুকুর মাংস ও ভাত খায়। এটি কাঁচা মাংসও খায়।
স্বভাব : কুকুরের প্রবল ঘ্রাণশক্তি রয়েছে। কুকুর একবারে কয়েকটি বাচ্চা দেয়। এটি অপরিচিত লােক দেখলে ঘেউ ঘেউ করে।
উপকারিতা : কুকুর রাতে আমাদের বাড়ী পাহারা দেয়। আমাদের ঘরে চোর প্রবেশ করতে পারে না। এটি পুলিশ ও শিকারী কর্তৃক ব্যবহৃত হয়।
উপসংহার : কুকুর খুব বুদ্ধিমান। কুকুর সম্পর্কে অনেক আশ্চর্যজনক গল্প আছে। কুকুরের প্রতি আমাদের সদয় হওয়া উচিত।
Dog, Domestic, Pet, Animal, Wild, Eats, Meat, Rice, Watches, Very, Intelligent, Class, Three, Essays, Writing
Share on Facebook