The Dog Essay in English & Bengali for Class 3

Posted on 4th Feb 2022 11:46:04 PM Essay, Composition


Description : The dog is a domestic pet animal. It has four legs, two eyes and a long mouth. It has sharp teeth Its tail is coiling. Its body is covered with fur.

Kinds : There are many kind of dogs. Some dogs are white, some are black and some are mixed colour.

Where found : The dog is found all over the world. Wild dogs are found in the forests.

Food : The dog eats meat and rice. It also eats flesh.

Nature : The dog has a strong sense of smell. The bitch gives birth to many puppies at a time. It barks at an unknown person.

Usefulness : The dog watches our house at night. Thieves cannot enter into our house. It is used by the police and the hunter.

Conclusion : The dog is very intelligent. There are many strange stories about dogs. We should be kind to the dog.

কুকুর রচনা

বর্ণনা : ককুর একটি গৃহপালিত পােষা প্রাণী। এর চারটি পা, দুটি কান, দুটি চোখ ও একটি লম্বা মুখ আছে । এটির দাঁত ধারালাে । এর লেজ বাঁকা। এর শরীর লােমে ঢাকা।

প্রকার : অনেক প্রকারের কুকুর আছে। কোনটা সাদা, কোনটা কালাে এবং কোনটা মিশ্রিত বর্ণের।

কোথায় পাওয়া যায় : সারা পৃথিবীতে কুকুর দেখা যায়। বনে হিংস্র কুকুর পাওয়া যায়। 

খাদ্য : কুকুর মাংস ও ভাত খায়। এটি কাঁচা মাংসও খায়।

স্বভাব : কুকুরের প্রবল ঘ্রাণশক্তি রয়েছে। কুকুর একবারে কয়েকটি বাচ্চা দেয়। এটি অপরিচিত লােক দেখলে ঘেউ ঘেউ করে।

উপকারিতা : কুকুর রাতে আমাদের বাড়ী পাহারা দেয়। আমাদের ঘরে চোর প্রবেশ করতে পারে না। এটি পুলিশ ও শিকারী কর্তৃক ব্যবহৃত হয়।

উপসংহার : কুকুর খুব বুদ্ধিমান। কুকুর সম্পর্কে অনেক আশ্চর্যজনক গল্প আছে। কুকুরের প্রতি আমাদের সদয় হওয়া উচিত।