Whose দ্বারা WH questions তৈরি করার নিয়ম

Posted on 26th Apr 2020 05:19:57 AM Framing WH Questions


Whose দ্বারা ‘কার অধিকার আছে’ বা ‘কে মালিক’ ইত্যাদি প্রশ্ন করা হয়। Whose মূলত who এর possessive. whose এর পর সবসময় noun বসে whose দ্বারা subject বা object উভয় অংশকে নিয়ে প্রশ্ন করা যায়। Whose দ্বারা WH question তৈরি করে দেখানো হলো-

He took his father’s car.  

WH question: Whose car did he take?

এখানে Object (his father’s car) এ possessive (his father’s) বাদ গেছে এবং whose এর noun car’ বসেছে।

আবার,

Ruba’s car has broken down.

WH question: Whose car has broken down?

N.B.

i. whose দ্বারা যখন predicate অংশ (object) নিয়ে প্রশ্ন করা হয়, তখন whose + noun (object এর head word)+ auxiliary verb + subject + বাকি অংশ বসে।

আবার, whose দ্বারা subject নিয়ে প্রশ্ন করার সময় whose + subject এর head word + প্রদত্ত বাক্যের ক্রিয়া থেকে সব বসে।

ii. noun + prepositional phrase থাকলে whose দ্বারা প্রশ্ন করা হয়।

যেমন-

I want the pen of my friend.

WH question: Whose pen do you want?