Posted on 26th Apr 2020 05:11:38 AM Framing WH Questions
Whom object হিসেবে WH question এ ব্যবহৃত হয়। whom singular/plural উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। object রূপে whom এর পরিবর্তে who ব্যবহার করা হয়। whom দ্বারা সাধারণত কাকে, কার সাথে, কার দ্বারা, কার প্রতি, কার জন্য ইত্যাদি প্রশ্ন করা হয়। নিচে whom দ্বারা প্রশ্ন করে দেখানো হলো:
He likes Risa.
WH question: Whom does he like?
They helped the beggar. Preposition object whom
WH question: Whom did they help?
[ উক্ত দুই ক্ষেত্রেই ব্যক্তিবাচক object কে জানার জন্য whom দ্বারা প্রশ্ন করা হয়েছে।]
আবার,
preposition এর object জানার জন্যও whom দ্বারা প্রশ্ন করা হয়। এক্ষেত্রে, শেষের preposition টি থেকে যায়।
যেমন-
The girl is walking with her mother.
WH question: With whom is the girl walking?
The man is looking for his daughter.
WH question: Whom is the man looking for?