123 Words Short Essay on the Cat for Class 3

Posted on 19th Dec 2021 10:51:05 PM Essay, Composition


Introduction: The cat is a pet animal. It looks like a small tiger. So it is called the aunt of the tiger.

Description: The cat is a small animal. Its body is covered with fur. It has four legs, two eyes, two ears and a soft tail. Its claws are very sharp. Under its feet there are pads. So it can walk without any sound. It lives on rice, fish, flesh and milk. It is very gentle in nature. It is very ease-loving.

Usefulness: The cat is very useful to us. It preys on rats, mice, snakes and other harmful insects. It keeps our houses free from them.

Conclusion: The cat is a very useful animal. So we should take care of it.

(বিড়াল রচনা)

সূচনা: বিড়াল একটি পােষা প্রাণী। এটি দেখতে অনেকটা বাঘের মতাে। তাই একে বাঘের মাসী বলা হয়।

বর্ণনা: বিড়াল ছােট প্রাণী। ঘােট ঘােট লােমে এর শরীর আবৃত। এর চারটি পা, দুটি চোখ, দুটি কান এবং একটি নরম লেজ আছে। এর নখগুলাে খুব ধারালাে। এর পায়ের নিচে গদি আছে। তাই নিঃশব্দে এটি হাঁটতে পারে। এটি ভাত, মাছ, মাংস ও দুধ খেয়ে জীবনধারণ করে। এটি খুব নিরীহ প্রকৃতির। এটি খুব আরাম-প্রিয়।

উপকারিতা: বিড়াল আমাদের খুব উপকারী। এটি ইদুর, সাপ ও অন্যান্য ক্ষতিকর পােকামাকড় শিকার করে। বিড়াল এগুলাে থেকে আমাদের ঘরবাড়ি মুক্ত রাখে।

উপসংহার: বিড়াল খুব উপকারী প্রাণী। তাই আমাদের উচিত তাদের যত্ন নেয়া।



Recent Post

Categories